দৃঢ়তা-প্রদান-ও-চলন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 727
7261. অস্থিসন্ধির অংশ হলো-
- তরুণাস্থিতে আবৃত অস্থিপ্রান্ত
- সাইনোভিয়াল রস
- কন্ড্রিন
A,B
7262. অস্থি কোষকে বলা হয়-
- অস্টিওব্লাস্ট
- কন্ড্রিওব্লাস্ট
- কন্ড্রিওসাইট
- কন্ড্রিন
7263. কিসের সমন্বয়ে লিগামেন্ট গঠিত হয়?
- অ্যাক্সন ও টেনডনের সমন্বয়ে
- শ্বেততন্তু ও টেনডন সমন্বয়ে
- শ্বেততন্তু ও পীততন্তুর সমন্বয়ে
- টেনডন ও পীততন্তুর সমন্বয়ে
7264. কোনটি স্কন্ধ চক্র ও শ্রেণিচক্র নড়াচড়ায় সাহায্য করে?
- কঙ্কাল
- অস্থি
- টেনডন
- লিগমেন্ট
7265. অস্থির বিচলনে সহায়তাকারী অঙ্গ কোনটি?
- তরুণাস্থি
- অস্থিসন্ধি
- লিগামেন্ট
- টেনডন
7266. জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধিতে কয়টি অস্থির মিলন ঘটে?
- দুইটি
- তিনটি
- একটি
- দুইয়ের অধিক
7267. কোন অঙ্গটি খনিজ লবণ সঞ্চয় করে রাখে?
- হৃৎপিন্ড
- ফুসফুস
- পেশি
- অস্থি
7268. কঙ্কালতন্ত্রের ভূমিকা হলো-
- দেহ কাঠামো গঠন
- নড়াচড়া ও চলাচল
- লোহিত রক্ত কণিকা উৎপাদন
A,B,C
7269. কোন অস্থিসন্ধির কারণে আমরা দেহকে সামনে পিছনে বাঁকাতে পারি?
- করোটিকা অস্থিসন্ধি
- মেরুদন্ডী অস্থিসন্ধি
- বল ও কোটর সন্ধি
- কব্জা সন্ধি
7270. অস্টিওপোরেসিস হওয়ার লক্ষণ হলো-
- পেশি শক্তি কমতে থাকে
- গিট ফুলে যায়
- অস্থিতে ব্যথা অনুভব হয়
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "দৃঢ়তা-প্রদান-ও-চলন - এসএসসি-জীববিজ্ঞান-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 727"