দৃঢ়তা-প্রদান-ও-চলন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 726
7251. পেশি বা অস্থির তুলনায় টেনডনের ভেঙে বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কেমন?
- বেশি
- কম
- খুববেশি
- একেবারেই নাই
7252. টেনডনের টিস্যু হচ্ছে-
- সাদা বর্ণের ও উজ্জ্বল
- শাখাবিহীন ও তরঙ্গিত
- তন্তুময় ও গুচ্ছকার
A,B,C
7253. তরুণাস্থি হাড়ের কোথায় থাকে?
- ভেতরে
- প্রান্তে
- বাইরে
- চারপাশে
7254. আর্থ্রইটিস রোগের লক্ষণ হলো-
- অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যায়
- গিট ফুলে যায়
- পিঠের পিছন দিকে ব্যাথা অনুভূত হয়
A,B
7255. চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে?
- অস্থিতন্ত্র
- পেশিতন্ত্র
- অস্থিমজ্জা
- হাত-পা
7256. টেনডন টিস্যুর বৈশিষ্ট্য হলো-
- এটি অনুজ্জল শ্বেততন্তু দ্বারা গঠিত
- তরাঙ্গিত
- শাখা প্রশাখাবিহীন
B,C
7257. মহিলাদের মেনোপস হওয়ার পর সাধারণত যেটি ঘটে-
- অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যায়
- গিট ফুলে যায়
- অস্থিসন্ধি নাড়াতে কষ্ট হয়
- অস্থির ঘনত্ব ও পুরুত্ব কমতে থাকে
7258. অস্থিসন্ধির উদাহরণ-
- নিশ্চল অস্থিসন্ধি
- বল ও কোটর সন্ধি
- কবজি সন্ধি
A,B,C
7259. বহুদিন স্টেরয়েডযুক্ত ঔষধ সেবনে সৃষ্ট রোগ কোনটি?
- এইডস
- আর্থ্রইটিস
- অস্টিওপোরেসিস
- বসন্ত
7260. অস্থি সম্পর্কে বলা যায়-
- অস্থি আবরণী কলার রুপান্তরিত রূপ
- এটি দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা
- অস্থির মাতৃকা শক্ত ও ভঙ্গুর
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "দৃঢ়তা-প্রদান-ও-চলন - এসএসসি-জীববিজ্ঞান-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 726"