“দুতরফা দাখিলা পদ্ধতি” এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন – 70
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 70
691. ২০০ টাকা লাভে একটি পণ্য বিক্রয় করা হলে, হিসাব সমীকরণে প্রভাব পড়বে-
- সম্পত্তি ও স্বত্বাধিকার বাড়বে
- সম্পত্তি ও দায় বাড়বে
- সম্পদ ও স্বত্বাধিকার কমবে
- কোনটিই নয়
692. সঠিক করন নির্ধারণ দুতরফা দাখিলা পদ্ধতির কী?
- সুবিধা
- উদ্দেশ্য
- বৈশিষ্ট্য
- লক্ষ্য
693. লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব এবং নিখুঁত ফলাফল পেতে হলে কোন পদ্ধতিতে হিসাব রাখা প্রয়োজন?
- একতরফা দাখিলা পদ্ধতিতে
- জমা খরচ লেখার পদ্ধতিতে
- দুতরফা দাখিলা পদ্ধতিতে
- চূড়ান্ত হিসাবের মাধ্যমে
694. কোনটি হিসাব চক্রের শেষ ধাপ?
- কার্যপত্র প্রস্তুত
- আর্থিক বিবরণী প্রস্তুত
- সমাপনী দাখিলা
- হিসাব পরবর্তী রেওয়ামিল
695. হিসাবচক্রের বিভিন্ন ধাপগুলো ধারাবাহিকতা রক্ষা করে-
- পূর্ববর্তী বছরের সাথে
- পরবর্তী বছরের সাথে
- পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে
- কোনোটিই নয়
696. মি. শরীফ তার হিসাবের বইতে উক্ত লেনদেনটি কীভাবে লিপিবদ্ধ করবেন?
- ক্রয় হিসাব ডেবিট মি. রহিম হিসাব ক্রেডিট
- ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
- মি: শরীফ হিসাব ডেবিট মি: রহিম হিসাব ক্রেডিট
- মি: শরীফ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট
697. কোন দুটি দ্বারা লেনদেনের সংজ্ঞা প্রকাশিত হয়?
- সরবরাহকারী-দেনাদার
- ডেবিট-ক্রেডিট
- ক্রেতা-বিক্রেতা
- দেনাদার-পাওনাদার
698. প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা এবং সমাপনী মূলধন ৯০,০০০ টাকা হলে, লাভ/ক্ষতির পরিমাণ কত?
- লাভ ২০০০০ টাকা
- ক্ষতি ২০০০০ টাকা
- ক্ষতি ৭০০০০ টাকা
- লাভ ৯০০০০ টাকা
699. দুতরফা দাখিলা পদ্ধতিতে দেনাদারের নিকট হতে কোন ধরণের টাকার পরিমাণ জানা যায়?
- দেনা টাকার পরিমাণ
- ব্যাংক ঋণের টাকার পরিমান
- লভ্যাংশের পরিমাণ
- পাওনা টাকার পরিমাণ
700. দুতরফা দাখিলা ব্যবস্থায় প্রতিটি ডেবিট দাখিলার-
- একটি সমপরিমাণ ক্রেডিট দাখিলা থাকে
- একটি সমপরিমাণ ডেবিট দাখিলা থাকে
- একটি ডেবিট ও একটি ক্রেডিট দাখিলা থাকে
- কোন কোন ক্ষেত্রে ক্রেডিট দাখিলা নাও থাকতে পারে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
৩৮ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন ও সমাধান
0 responses on ""দুতরফা দাখিলা পদ্ধতি" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 70"