দুই ভুয়া এইচএসসি পরীক্ষার্থীকে আটক এবং এক বছরের কারাদণ্ড

দুই ভুয়া এইচএসসি পরীক্ষার্থীকে আটক এবং এক বছরের কারাদণ্ড

দুই ভুয়া এইচএসসি পরীক্ষার্থীকে আটক এবং এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ কেন্দ্র থেকে দুই ভুয়া এইচএসসি পরীক্ষার্থীকে আটক করে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দিনাজপুর বোর্ডের অধীনে ইংরেজি ২য় পত্র পরীক্ষা শুরুর সময় কেন্দ্র পরিদর্শক রেজাউল ইসলাম তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মান্নান দুই জনকে এক বছর করে কারাদণ্ড দেন। এরপর তাদের জেলহাজতে পাঠানো হয়।

এই ভুয়া পরীক্ষার্থীরা হচ্ছে- উপজেলার ভান্ডারদহ গ্রামের রবীন্দ্র নাথ সিংহের ছেলে শ্রী শংকর চন্দ্র সিংহ (২০) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামের সফিকুল ইসলামের ছেলে ও চট্টগ্রাম বিএফ শাহিন কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র জুয়েল রানা (১৮)। শ্রী শংকর চন্দ্র একই উপজেলার ভোটপাড়া গ্রামের কোরত চন্দ্র সিংহের ছেলে লাহিড়ী ডিগ্রি কলেজের ছাত্র সুবোধ কুমারের (রোল নং-৮৩৭২২০) পরিবর্তে পরিক্ষা দিতে এসেছিল। আর জুয়েল রানা ভেলাজান গ্রামের হবিবর রহমানের ছেলে সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র আনারুল ইসলামের (রোল নং-৮৩৭০৮৭) পরিবর্তে পরীক্ষা দিতে এসেছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রোট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মান্নান বলেন, শংকর রেজিস্ট্রেশন কার্ডে ছবি বদল করে এবং জুয়েল রানার রেজিস্ট্রেশন কার্ডে ছবির অমিল পাওয়ায় তাদেরকে ভুয়া পরীক্ষার্থী হিসেবে চিহ্নিত করা হয়। দুই বন্ধুকে সহযোগিতা করতে তারা ভুয়া পরীক্ষার্থী হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছিল বলে স্বীকার করেছে।

 

আরো পড়ুন:

৩২ জন পরীক্ষার্থী বহিষ্কার একই কেন্দ্রের

নিষিদ্ধ কালো গ্লাসের গাড়িতে এইচএসসির প্রশ্নপত্র বহন, অভিযুক্ত ছয়জনকে কারণ দর্শানোর নোটিস

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline