তড়িতের-চৌম্বক-ক্রিয়া – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2449
24481. টেলিফোনের ইয়ারপিসে ব্যবহৃত হয় –
- দন্ড চুম্বক
- তাড়িতচুম্বক
- লোহার তার
- সবগুলো
24482. চৌম্বক ক্ষেত্রকে কীভাবে ঘনীভূত করা যায়?
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে
- অপরিবাহী তার পেঁচিয়ে
- পরিবাহী তার পেঁচিয়ে
- সবগুলি
24483. ইস্পাতের ভারী জিনিস উঠানাম করার ক্রেন তৈরিতে কী ব্যবহার করা হয়?
- দন্ডচুম্বক
- টাংস্টেন ধাতু
- ডায়নামো
- তাড়িত চৌম্বক
24484. নিচের তথ্যগুলো লক্ষ কর:
- তড়িৎবাহী তারকে পেঁচিয়ে সলিনয়েড তৈরি করা হয়
- পেঁচানো তার দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হলে বলরেখা কয়েলের কেন্দ্রে ঘনীভূত হবে
- তড়িৎবাহী সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র দেখতে দন্ড চুম্বকের মত
A,B,C
24485. তাড়িত চৌম্বক আবেশ নিয়ে কাজ করেছিলেন –
- মাইকেল ফ্যারাডে
- জোসেফ হেনরি
- এইচ.এফ.ই লেঞ্জ
A,B,C
24486. পাওয়ার স্টেশন হতে পাওযার সাপ্লাইতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
- তড়িৎ মোটর
- ডায়নামো
- আরোহী ট্রান্সফর্মার
- অবরোহী ট্রান্সফর্মার
24487. তড়িৎ প্রবাহিত হওয়ার সময় কোনটি চুম্বকায়িত হয়?
- আর্মেচার
- ব্রাশ
- কম্যুটেটর
- বিভক্ত বলয়
24488. কখন গ্যালভানোমিটারের ক্ষণিক বিক্ষেপ দেখা দেয়?
- মুখ্যকুন্ডলীতে তড়িৎ প্রবাহ চালালে
- গৌণকুন্ডলীতে তড়িৎ প্রবাহ চালালে
- তড়িৎ প্রবাহ বন্ধ করলে
- তড়িৎ প্রবাহের দিকে পরিবর্তন করলে
24489. নিচের তথ্যগুলো লক্ষ কর:
- মুখ্যকুন্ডলীতে তড়িচ্চালক শক্তির উৎস সংযুক্ত থাকে
- গৌণ কুন্ডলীতে গ্যালভানোমিটার সংযুক্ত থাকে
- গৌণ কুন্ডলীতে তড়িৎ প্রবাহ চালালে গ্যালভানোমিটারে বিক্ষেপ দেয়
A,B
24490. নিচের তথ্যগুলো লক্ষ কর:
- কম্যুটেটরের বিভক্ত বলয়টি কয়েলের সাথে ঘুরে
- বিভক্ত বলয়ের বাইরের প্রান্তটি তড়িৎ উৎসের সাথে যুক্ত
- কম্যুটেটরের প্রত্যেক অর্ধাংশ কয়েলের সাথে যুক্ত থাকে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "তড়িতের-চৌম্বক-ক্রিয়া - এসএসসি-পদার্থ বিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2449"