তড়িতের-চৌম্বক-ক্রিয়া – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2459
24581. সলিনয়েডের কোন প্রান্তে উত্তর মেরুর উদ্ভব হয়?
- যে প্রান্তে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে ঘোরে
- যে প্রান্তে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে
- যে প্রান্তে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হয়
- যে প্রান্তে তড়িৎ বিভব বেশি থাকে
24582. কোনো তার কুন্ডলীতে তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে যদি –
- চুম্বককে তার কুন্ডলীর কাছে নাড়াচাড়া করলে
- গ্যালভানোমিটার বিক্ষেপ দেয় না
- আপেক্ষিক গতি যতক্ষণ থাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ ততক্ষণ থাকে
A,C
24583. তাড়িতচৌম্বক আবেশ পরীক্ষায় কুন্ডলীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি বোঝার জন্য এর দুই প্রান্তের সাথে কি যুক্ত করা যায়?
- অ্যামিটার
- মাল্টিমিটার
- গ্যালভানোমিটার
- ভোল্টমিটার
24584. ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষায় গ্যালভানোমিটার সংযুক্ত থাকে –
- প্রথম কুন্ডলীতে
- দ্বিতীয় কুন্ডলীতে
- উভয় কুন্ডলীতে
- কোনটিই নয়
24585. ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষায় একটি তড়িচ্চালক শক্তির উৎসরূপে সংযুক্ত করতে হয় –
- একটি ব্যাটারি
- একটি পরিবর্তনশীল রোধ
- একটি টেপা চাবি
A,B,C
24586. বিভক্ত বলয়ের বাইরের প্রান্তটি কীসের দ্বারা যুক্ত থাকে?
- আর্মেচার
- তড়িৎ উৎস
- জেনারেটর
- সবগুলো
24587. নিচের তথ্যগুলো লক্ষ কর:
- ঘূর্ণনরত আর্মেচার চৌম্বকক্ষেত্রের বলরেখাকে ছেদ করে
- তাড়িতচৌম্বক আবেশের নিয়মানুযায়ী কুন্ডলীতে তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয়
- বর্তনীতে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহের উৎপত্তি হয়
A,B,C
24588. বেলনাকার তারকুন্ডলীর বলরেখা কীসের বলরেখার সদৃশ?
- দন্ড চুম্বক
- সিরামিক চুম্বক
- U-আকৃতির চুম্বক
- অশ্বক্ষুরাকৃতি চুম্বক
24589. টেলিভিশনের ক্যাথোড-রে টিউবের অন্য নাম কী?
- ইলেকট্রন গান
- লেন্স
- গ্রাহক এন্টেনা
- পিকচার টিউব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "তড়িতের-চৌম্বক-ক্রিয়া - এসএসসি-পদার্থ বিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2459"