২০১৭-১৮ শিক্ষাবর্যের সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হবে বাংলাদেশের প্রাচীনতম এই বিদ্যাপীঠে।
বুধবার দুপুরে ডিনস কমিটির সভায় এই তারিখ নির্ধারণ করা হয় বলে সংবাদমাধ্যমকে জানান বিশ্ববিদ্যালয়টির বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলি রুবায়েত উল ইসলাম।
তার দেওয়া তথ্য মতে, ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘ক’ ইউনিট বা বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা।
তবে ভর্তি ফরম কবে নাগাদ ছাড়া হবে সে বিষয়ে এখনও কিছু জানাননি অধ্যাপক শিবলি রুবায়েত উল ইসলাম।
আরও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর বাণিজ্য অনুষদ বা ‘গ’ ইউনিটের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৬ ও ২৩ সেপ্টেম্বর চারুকলা অনুষদ বা ‘চ’ ইউনিটের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ বা ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর ‘ঘ’ ইউনিটের বা সামাজিক বিজ্ঞান অনুষদের
0 responses on "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর ‘ক’ ইউনিট বা বিজ্ঞান অনুষদের"