ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের আশ্বাসে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ তুলে নিয়েছন ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পৌনে ১২টার থেকে দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
আগমী ২৫ ফেব্রুয়ারির মধ্যে ২০১৪-১৫ সেশনের ফলাফল প্রকাশ করার আশ্বাস দিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। এরপর শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।
শিক্ষার্থীদের দাবিগুলো মধ্যে রয়েছে- ২০১৪-১৫ সেশনের ফলাফল জানুয়ারির মধ্যে প্রকাশ করা ও মার্চের মধ্যে তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি দেওয়া।
পরীক্ষার বিষয়ে উপাচার্য বলেন, ‘এটি একটি প্রক্রিয়ার মধ্যদিয়ে যেতে হবে। তারপর আমরা পরীক্ষার তারিখ ঘোষণা করবো।’
দুই ঘণ্টার অবরোধে নীলক্ষেত এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছে চালক ও যাত্রী সাধারণ ।
আরো পড়ুন:
0 responses on "ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলো সাত কলেজের শিক্ষার্থীরা"