দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদালয়ের ‘খ’ ইউনিটের সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২২ অক্টোবর (রোববার) থেকে অনুষ্ঠেয় ভর্তির সাক্ষাৎকার আগামী ২৯ অক্টোবর (রোববার) থেকে শুরু হবে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন কার্যালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। পরিবর্তিত সাক্ষাৎকারের সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd এবং কলা অনুষদের ডিন কার্যালয়ের নোটিশ বোর্ডে দেখা যাবে।
আরো পড়ুন:
0 responses on "ঢাকা বিশ্ববিদালয়ের ‘খ’ ইউনিটের সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হয়েছে"