সিদ্ধান্ত নিয়েছি,
আমাদের যে যত ভিডিও এবং সোর্স ফাইল আছে,
তা সবার সাথে ক্রমান্বয়ে ফ্রি শেয়ার করে দিবো।
আমাদের ফাইলগুলো শেয়ারিং এর জন্য যেহেতু প্রচুর জায়গা দরকার, তাই আমরা ড্রপবক্সকেই বেচে নিয়েছি।
ইতোমধ্যে হয়তো অনেকেই ড্রপবক্স ব্যবহার করছেন।
কিন্তু একটি সুবিধার কথা হয়তো অনেকেই জানেন না, তা হলো ড্রপবক্সে যদি কোন রেফের্যাল এর মাধ্যমে ব্যবহার করা হয়, তাহলে আপনি এবং যার রেফের্যাল ব্যবহার করবেন উভয়েই ৫০০ এমবি বেশি ডাটা পাবেন।
যেমন: আমাদের কোর্সে জেলা এডমিন রেফেরেল এ ক্রেতা এবং জেলা এডমিন উভয়ে পাচ্ছেন, ২০% করে ডিসকাউন্ট এবং কমিশন।
যারা করছেন, তারা আজ থেকে বিশাল সুবিধার এই ক্লাউড সার্ভিসটি ব্যবহা করতে পারেন।
সুবিধা সমুহ:
১. আপনি সহজেই এবং দ্রুত যেকোন ফাইল ডাউনলোড এবং নিজের যেকোন ফাইল আপনার পিসিতে রাখলেই সেটা আপনার পিসি থেকে যেকেউ ডাউনলোড করতে পারবে।
২. এখানে রেফের্যাল ছাড়া রেজিস্ট্রেশনে জায়গা/স্পেস সীমিত, তাই রেফের্যাল এর মাধ্যমে আপনি পাবেন প্রচুর জায়গা।
৩. আমাদের রেফের্যাল ব্যবহার করার ফলে আপনি এবং আমি উভয়ে উপকৃত হবো। কারণ আমাদের ভিডিওগুলো শেয়ার করতে প্রচুর জায়গা দরকার, আর প্রতিবার যতজন আমাদের রেফের্যাল এ এটা ডাউনলোড করবেন, প্রত্যেকবার আমরা ৫০০ এমবি করে স্পেস পাবো। তথা আপনিও পাবেন ৫০০ এমবি এক্সট্রা স্পেস।
৪. যারা আগে ড্রপবক্স ইন্সটল করেছেন, উনারা আমাদের ওয়েবসাইট থেকে পোস্টটি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদের জানিয়ে দিতে পারেন, তাতে উনাদের মধ্যে কেউ ইন্সটল করলে আমরা উপকৃত হবো। এভাবে আপনি আমাদের ভিডিও শেয়ারে সহযোগীতা করতে পারেন।
রেফারেল: https://db.tt/6J1vApJv
যেভাবে ব্যবহার করবেন:
আজকে একটি বিষয় নিয়ে লিখব তা হল ড্রপবক্স, এটি একটি ক্লাউড সার্ভিস। সহজ ভাষায়, এখানে আপনি আপনার ফাইলগুলো আপলোড করে রাখতে পারবেন এবং খুব সহজে এই ফাইল্পগুলো আপনার গ্রাহক, বন্ধু, ফোরাম বা ব্লগে শেয়ার করতে পারবেন। ড্রপবক্স ২.৫ গিগাবাইট পর্যন্ত স্থান বিনামূল্যে দেয়।
মিডিয়া ফায়ার বা অন্যরকম ফাইলহোস্টিং সাইটগুলো আনলিমিটেড আপলোড সুবিধা থাকার পরও কেন আমি ড্রপবক্স ব্যবহার করবো? ড্রপবক্স ব্যবহার করবার প্রধান কারণ, এর সাহায্যে ফাইল দ্রুত আপলোড এবং শেয়ার করার সুবিধা, যেটি অন্য কোন খানে সম্ভব না। ফাইল নষ্ট হবে না, আপলোড করা ফাইল এ লিমিটেশন নাই, অটো রিজিউম আপলোড, তাছাড়া ডেক্সটপ অ্যাপ থাকার জন্য কাজটা আরো সহজ হয়ে গিয়েছে।
মজার বিষয় হল ড্রপবক্স এর শেয়ার্ড ফোল্ডারটা আর দশটা ফোল্ডারের মতই যেখানে খুশি রাখা যায় এবং এই ফোল্ডারে যেটি রাখবেন তা নেট কানেকশন পেলেই অটো আপলোড হয়ে যাবে।
আরেকটি কথা বলে রাখি ড্রপবক্স HTPPS প্রটোকল ব্যবহার করে তাই এখানকার নিরাপত্তা অনেক ভাল।
কিভাবে নিবন্ধিত হবেন:
নিবন্ধিত হবার জন্য ভিজিট কর ড্রপবক্সের সাইটে। রেজিস্টার করা হলে ড্রপবক্স এর ডেক্সটপ ক্লায়েন্টটি ডাউনলোড কর এবং ইনষ্টল করে লগইন কর অনেক সময় একটু কনফিগার করতে হতে পারে, কিন্তু ব্যাপারটা খুবই সহজ তাই আর বিস্তারিত বললাম না।
(নোট: ইচ্ছা করলে ইনফোনেট রেফারেল থেকে জয়েন করতে পারেন তাতে ইনফোনেট এবং ইনফোনেটের রেফারেল উভয়কেই ড্রপবক্স প্রায় ৫০০ মেগাবাইট স্পেস গিফট করবে, রেফারেল লিংক)
শেয়ার করার জন্য কয়েকটি সাধারণ পদ্ধতি:
নিচের ছবিটি দেখুন,
এর মধ্যে Public, Photos, others
এখানে আপনি ইচ্ছামত অন্যান্য নামে ফোল্ডার আপ বা ক্রিয়েট করতে পারবেন,
Public এর ব্যবহার: এই ফোল্ডারে যেসব ফাইল রাখবেন তার জন্য আলাদা আলাদা লিংক কালেক্ট করতে পারবেন এবং লিংকগুলো শেয়ার করতে পারবেন আপনার গ্রাহক বা বন্ধুদের জন্য। করতে হলে প্রথমে Public ফোল্ডারে কিছু রাখুন এবং ফাইলটির উপরে মাউস রেখে ডান বাটন ক্লিক করে Dropbox>Copy Public Link এ ক্লিক কর ফাইলটির লিংক কপি হয়ে যাবে এখন শেয়ার করতে পারবেন লিংকটা।
Photos এর ব্যাবহার: এই ফোল্ডারে আপনি ফটো অ্যালবাম বানাতে পারবেন। Photos এর মধ্যে আপনি একটি ফোল্ডার ক্রিয়েট কর My Album নামে তারপর এর মধ্যে কিছু ছবি রাখুন এবং আপলোড হতে কিছু সময় দিন। এরপর My Album ফোল্ডারটির উপর রাইট ক্লিক করে Dropbox>Public Gallery Link এ ক্লিক কর তারপর লিংকটি ব্রাউজারে দিয়ে প্রবেশ কর সুন্দরভাবে গ্যালারিটা দেখতে পাবেন।
সাধারণ ফোল্ডারগুলো: উপরের স্ক্রিনশটে খেয়াল কর AVision নামে একটি ফোল্ডার আছে, এটি একটি শেয়ার্ড ফোল্ডার, পাবলিক ফোল্ডার না। এই ফোল্ডারটি কিছু ব্যক্তিদের (অবশ্যই ড্রপবক্স ব্যবহারকারী) মধ্যে শেয়ার করা আছে। যার ফলে এই ফোল্ডারে যেটি রাখি তা শেয়ার্ড ব্যবহারকারীদের কম্পিউটার ড্রপবক্সে পৌঁছে যায়। ফোল্ডার শেয়ার করার জন্য ফোল্ডারে রাইট ক্লিক করে Dropbox>Share this folder এ ক্লিক কর ব্রাউজারে নিয়ে যাবে লগইন কর তারপর নীচের মত একটি স্ক্রিনশট দেখতে পাবেন
এখানে বক্সে যার (Dropbox User) সাথে শেয়ার করতে চান তার ইমেইল এড্রেসটি লিখুন Share This Folder এ ক্লিক কর ব্যাস, আপনার বন্ধুটি ডেক্সটপেই একটি নোটিফিকেশন পাবেন এবং মেইল পাবেন। একসেপ্ট করলেই ফোল্ডারটি শেয়ার হয়ে যাবে। একটি ফোল্ডার একাধিক মানুষের সাথে শেয়ার করতে পারবেন।
আরেকটি গুরুত্বপূর্ন ফিচার আছে ড্রপবক্সের, যারা ওয়ার্ডপ্রেস ইউজ করেন তারা জানেন যে Wp-Backup নামে একটা প্লাগিন আছে, এই প্লাগিন আপনার মেইলে সাইটের ব্যাকআপ পাঠায়, চাইলে আপনার ব্যাকআপ ড্রপবক্সে চলে আসবে জাস্ট প্লাগিনে আপনার ড্রপব্ক্সটা অথোনিকেট করে দিতে হবে। এই প্লাগিনটির পাশাপাশি কিছু ফাইল হোস্টিং সাইটও ড্রপবক্স সাপোর্ট করে যেমন Filesonic.com
আরও পড়ুনঃ-
সর্বোচ্চ বেতনের প্রোগ্রামিং ভাষা