ডেটাবেজ-এর-ব্যবহার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2200
21991. ডেটাবেজ টেবিল নতুন ফিল্ড যোগ করার জন্য কী করতে হবে?
- File আইকনে ক্লিক করতে হবে
- View আইকনে ক্লিক করতে হবে
- Tab বোতামে প্রেস করতে হবে
- Open বোতামে ক্লিক করতে হবে
21992. গাণিতিক কাজ করা যায়-
- নম্বর ডেটার মাধ্যম
- বর্ণভিত্তিক ডেটার সাহায্যে
- তারিখ/সময় ডেটার সাহায্যে
A,C
21993. কীসের মাধ্যমে বিপুল পরিমান তথ্য থেকে কাঙ্খিত তথ্য দ্রুত খুঁজে বের করা যায়?
- ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
- ডেটাবেজ
- টেবিল
- ডাটা
21994. ডেটাবেজে শর্তযুক্ত তথ্য অনুসন্ধান করার জন্য কোন আইকন ক্লিক করতে হবে?
- Fine আইকোন
- Replace আইকোন
- Search আইকোন
- Filter আইকোন
21995. যাদের বয়স ৩০-৬০ তাদের রেকর্ড প্রদর্শনের জন্য –
- Between Numbers ডায়ালগ বক্স আনতে হবে
- ডায়ালগ বক্সের Smallest ঘরে ৩০ বসাতে হবে
- ডায়লগ বক্সের Largest ঘরে ৬০ বসাতে হবে
A,B,C
21996. রিপোর্ট প্রিন্ট করার জন্য –
- প্রিন্ট প্রিভিউ তে রিপোর্টটির মুদ্রিত অবস্থা দেখতে হবে
- কম্পিউটারের সাথে প্রিন্টার থাকতে হবে
- রিপোর্টটি সংরক্ষন করতে হবে
A,B
21997. ডেটাবেজ টেবিলের ডাটাকে বিন্যাস্ত করা যায়-
- কলামের মাধ্যমে
- বর্ণনাক্রমিকভাবে
- সংখ্যানুক্রমিকভাবে
A,B,C
21998. কোন উইন্ডোতে ডেটা এন্ট্রি করতে হয়?
- Field
- Record
- Data Table
- Table View
21999. Home menu Assending আইকনে Click করলে ডেটাসমূহ কীভাবে বিন্যাস্ত হবে?
- বড় থেকে ছোট ক্রমের দিকে
- 1……….10
…50 অনুসারে
- ছোট থেকে বড় ক্রমের দিকে
- Even থেকে Odd নাম্বারের দিকে
22000. কোন ডেটাটেবিলের ফিল্ড যদি সর্বনিম্ন ২০০০ থেকে সর্বোচ্চ ১১৫০০ টাকা বেতন এন্ট্রি করা হয় তবে ইনপুট ভেলিডেশনে কোন শর্তটি জুড়ে দিতে হবে?
- #ERROR!
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ডেটাবেজ-এর-ব্যবহার - এসএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2200"