
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র পরিদপ্তর পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কালিহাতি, টাঙ্গাইল এ বিভিন্ন বিভাগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে লেভেল-১ টার্ম-১ এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ নিচে তুলে দেওয়া হলোঃ
আসন সংখ্যাঃ
ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং – ৩০
ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং – ৩০
এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং – ৩০
সর্বমোট – ১২০
ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের যোগ্যতাঃ
- প্রার্থীকে অবশ্যই জন্মগতভাবে বা নাগরিকত্ব গ্রহণে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/ কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৩.৫০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাশ হতে হবে।
- কারিগরি শিক্ষাবোর্ড হতে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/ ডিপ্লোমা ইন জুট টেকনোলজী/ ডিপ্লোমা ইন গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ণ মেকিং কোর্সের পরীক্ষায় ৪.০০ এর স্কেলে ৪.০০ এর স্কেলে কমপক্ষে সিজিপিএ (CGPA) ২.৭৫ পেতে হবে।
ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার নিয়মাবলীঃ
- ভর্তির আবেদনপত্র এই পোস্টের শেষ অংশ থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। উক্ত ভর্তি ফরম প্রিন্ট করে নিজ হাতে পূরণ করে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অথবা বস্ত্র পরিদপ্তর, বিটিএমসি ভবন (৬ষ্ঠ তলা) ৭-৯ কারওয়ান বাজার, ঢাকায় ১০০০/- (এক হাজার) টাকা নগদ জমাদান পূর্বক জমা রশিদ এবং নিম্নলিখিত সনদসহ আবেদন পত্রটি ১০/০৬/২০১৭ তারিখের মধ্যে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে, কালিহাতী, টাঙ্গাইল/বস্ত্র পরিদপ্তর, বিটিএমসি ভবন (৬ষ্ঠ তলা) ৭-৯ কারওয়ান বাজার, ঢাকায় অফিস চলাকালীন সময়ের মধ্যে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
- প্রার্থীর তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
- ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্রের সত্যায়িত কপি।
- মূল সনদের/প্রশংসাপত্রের সত্যায়িত ছবি।
ভর্তি সংশ্লিষ্ট তারিখ ও সময়সূচীঃ
- ভর্তির জন্য আবেদন এর সময়সূচীঃ ২১/০৫/২০১৭ থেকে ১০/০৬/২০১৭ তারিখ পর্যন্ত ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে।
- ভর্তি পরীক্ষার স্থানঃ বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কালিহাতী, টাংগাইল।
- ভর্তি পরীক্ষার তারিখ ও সময়ঃ ১৭/০৬/২০১৭ তারিখ (শনিবার) সময়ঃ সকাল ১০:৩০ থেকে ১১:৫০ টা পর্যন্ত।
- ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশঃ ২২/০৬/২০১৭ তারিখ
- মেধা তালিকা হতে ভর্তিঃ ০৯/০৭/২০১৭ তারিখ থেকে ১৩/০৭/২০১৭ তারিখ পর্যন্ত।
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন জুট টেকনোলজি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০১৬-১৭
[ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদন ফরম ডাউনলোড]
আরো পড়ুন: