‘ডিজলাইক’ বাটন নিয়ে আসছে ফেসবুক।

ফেসবুক কতৃপক্ষ আনতে চলেছে ‘ডিজলাইক’ অপশনটি। তবে, একটু অন্যভাবে। বহুদিন ধরে দাবিটি ছিল। অবশেষে, অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘ডাউনভোট’। যেখানে, ইউজাররা কমেন্ট বক্সে নেতিবাচক প্রতিক্রিয়া জানাতে পারবেন।

‘ডাউনভোট’ বাটনে ক্লিক করলে ব্যবহারকারীরা পাবেন তিনটি অপশন। ‘offensive’, ‘misleading’ অথবা ‘off topic’। তিনটির মধ্যে একটি বেছে নিয়ে বিষয়টির উপর নিজের মতামত জানানো যাবে।

ফেসবুককে আরো উন্নত ও বেশি সংখ্যক ইউজারদের কাছে পৌঁছনোর জন্য উদ্যোগটি নেওয়া হয়েছে। সাইটটি ২০০৯-এর ফেব্রুয়ারিতে প্রথম ‘লাইক’ বাটনটি আনে। তখন থেকেই ‘ডিজলাইক’ অপশানটি যোগ করার দাবি উঠেছিল। ইউজাররা ফেসবুকে বিভিন্ন ছবি, ভিডিও, পোস্টে লাইক বোতামটির মাধ্যমে তাদের পছন্দ জানাতে পারতেন। তবে, অনেক ক্ষেত্রেই অপছন্দের তালিকায় উঠে আসত বেশ কিছু ছবি।

সেখান থেকেই প্রয়োজন পড়ে ‘ডিজলাইক’ অপশানটির। ইতোমধ্যেই ভুয়া খবর প্রতিরোধের কৌশল আনার জন্য গবেষণা শুরু হয়ে গিয়েছে। তবে, ইউজাররা নিউজ ফিড স্ক্রল করার সময় এ ধরনের খবরগুলিকে গুরুত্ব না দেওয়ার নির্দেশ দিচ্ছেন ফেসবুক কতৃপক্ষ।

'ডিজলাইক' বাটন নিয়ে আসছে ফেসবুক

 

 

 

আরো পড়ুন:

ফেসবুক টাকা দিয়ে চালাতে হবে?

১৮ বছরের আগে ফেসবুক ব্যবহার নয়

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline