টিস্যু-ও-টিস্যুতন্ত্র – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ১মপত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 447
4461. একবীজপত্রী মূলের জাইলেম ও ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা –
- ২-৪টি
- ৪-৬টি
- ২-৬টি
- ৬-এর অধিক
4462. যেসব স্থায়ী টিস্যুর সবগুলো কোষে, আকার, আকৃতি ও গঠন বৈশিষ্ট্য এক রকম তাদের কী বলা হয়?
- জটিল টিস্যু
- সরল টিস্যু
- রিব টিস্যু
- ভাজক টিস্যু
4463. মূলের বৈশিষ্ট্য কোনটি?
- জাইলেম এন্ডার্ক
- ভাস্কুলার বান্ডল সব সময়ই অরীয়
- কর্টেক্স অপেক্ষাকৃত ছোট
- অধঃত্বক থাকে
4464. পত্ররন্ধে কয়টি রক্ষীকোষ থাকে?
- 2
- 3
- 4
- 1
4465. ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হলো –
- কোষপ্রাচীর পাতলা ও সেলুলোজ নির্মিত
- কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে
- নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারের
A,C
4466. নারিকেলের মূলের অন্তর্গঠনে কোনটি অনুপস্থিত?
- এন্ডোডার্মিস
- পেরিসাইকল
- মজ্জা
- হাইপোডার্মিস
4467. ক্ষারণকারী টিস্যু হলো –
- রেজিন
- পদ
- আঠা
A,B,C
4468. উদ্ভিদের প্রধান শোষণ অঙ্গ হিসেবে কাজ করে –
- পত্ররন্ধ্র
- মূলরোম
- মূলত্বক
- কান্ড
4469. সেকেন্ডারি ভাজক টিস্যু কোন স্তর হতে সৃষ্টি হয়?
- মজ্জা
- পেরিসাইকল
- এপিডার্মিস
- কর্টেক্স
4470. একটি একবীজপত্রী মূলে জাইলেম বান্ডেল থাকে –
- একের অধিক
- চার থেকে ছয়টি
- ছয়ের অধিক
- দুটি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "টিস্যু-ও-টিস্যুতন্ত্র - এইচএসসি-জীববিজ্ঞান ১মপত্র-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 447"