ঝুঁকি-ও-অনিশ্চয়তা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1740
17391. শুভ তার শেয়ার বিক্রি করে ঝুঁকি নিরসন করতে পারবেন। কারণ-
- শেয়ার থেকে অধিক আর্ন করা সম্ভব
- শেয়ার বাজারে অতিসহজে শেয়ারের ক্রেতা পাওয়া যায়
- যুক্তিসঙ্গত মূল্যে শেয়ার বিক্রয় করা সম্ভব হয়
A,B,C
17392. ঋণ মূলধন ব্যবহার করলে কী কী দায় উদ্ভব হয়?
- সুদ
- আসল অর্থ
- মুনাফা
A,B
17393. প্রত্যাশিত আর্ন ও প্রকৃত আয়ের বিচ্যুতি থেকে কী পরিমাপ করা হয়?
- ঝুঁকি
- মুনাফা
- বিনিয়োগ
- ক্ষতি
17394. বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে কয় ধরণের ঝুঁকি পরিলক্ষিত হয়?
- দুই ধরনের
- তিন ধরনের
- চার ধরনের
- পাঁচ ধরনের
17395. মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেলের সাথে সম্পকৃক্ত-
- .আয়ের হার
- ঝুঁকিহীন সুদের হার
- ঝুঁকির প্রিমিয়াম
A,B,C
17396. ফার্মের মূলধন কাঠামোতে ঋণ করা মূলধন বেশি থাকলে কোন ঝুঁকির সৃষ্টি হয়?
- বাজার ঝুঁকি
- রাজনৈতিক ঝুঁকি
- আর্থিক ঝুঁকি
- উৎপাদন ঝুঁকি
17397. যখন ভবিষ্যতের কোন ঘটনার সঠিকভাবে পূর্বানুমান করা যায় না তখন তাকে কী বলে?
- অনিশ্চয়তা
- ব্যক্তিগত ঝুঁকি
- বাজার ঝুঁকি
- রাজনৈতিক ঝুঁকি
17398. কোনো বিনিয়োগ থেকে গত তিন বছর ৮%, ১২% ও ১৪% হারের কীরূপ আর্ন হিসেবে বিবেচিত হবে?
- ঝুঁকিমুক্ত আয়
- বকেয়া আয়
- ঝুঁকিযুক্ত
- অগ্রিম আয়
17399. একটি মাত্র বিনিয়োগ প্রকল্পের ঝুঁকিকে সাধারণত কী বলে?
- ঝুঁকি
- একক ঝুঁকি
- লাভ
- লোকসান
17400. কোনটি দ্বারা ঝুঁকিমুক্ত বিনিয়োগের বৈশিষ্ট্য বোঝায়?
- বিনিয়োগের বাজার মূল্য সুদের হারের ওপর নির্ভরশীল
- বিনিয়োগের অনুমেয় আর্ন প্রকৃত আর্ন থেকে বেশি থাকে
- বিনিয়োগের আয়ের পরিমাণ নির্দিষ্ট থাকে
- বিনিয়োগের প্রকৃত আর্ন প্রত্যাশিত আর্ন থেকে কম হয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ঝুঁকি-ও-অনিশ্চয়তা - এসএসসি-finance-banking-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1740"