ঝুঁকি ও অনিশ্চয়তা । এসএসসি Finance Banking। কুইজ মডেল টেস্ট অনুশীলন
17471. X প্রতিষ্ঠানটির গড় থেকে আয়ের ব্যবধানের বর্গের গড় ১৫৩.৬। প্রতিষ্ঠানটির আদর্শ বিচ্যুতি কত হবে?
- 0.1613
- 0.1333
- 0.1222
- 0.1239
17472. বিচ্যুতি থেকে কোনটি সৃষ্টি হয়?
- ঝুঁকি
- অনিশ্চয়তা
- গড়মিল
- লাভ-লোকসান
17473. বন্যা, খরা, অগ্নিকান্ড, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কারণে কোন ধরনের ঝুঁকির উদ্ভব হয়?
- ব্যবসায়িক ঝুঁকি
- কারবারি ঝুঁকি
- কোম্পানির ঝুঁকি
- সম্পত্তিগত ঝুঁকি
17474. কোনটি ঝুঁকিবহুল আর্ন হিসেবে পরিগণিত হয়?
- ট্রেজারি বিল
- ট্রেজারি বন্ড
- প্রাইজ বন্ড
- শেয়ার
17475. অনিশ্চয়তার সেই অংশকেই ঝুঁকি বলা যাবে-
- যে অংশটুকু পরিমাপ করা যায়
- যে অংশটুকু পরিমাপ করা যায় না
- যে অংশটুকু পরিহার করা যায়
A,B
17476. কোন মূলধন ব্যবহার করলে সুদ ও আসল টাকা পরিশোধের দায় সৃষ্টি হয়?
- ঋণ মূলধন
- আর্থিখঝুঁকি
- মূলধন
- ঝুঁকি
17477. তিতাস গ্রুপ আশা করেছিল ২০১২ সালে ২০% নিট মুনাফা করবে। কিন্তু বছর শেষে ধেখে প্রতিষ্ঠানটির প্রকৃত লাভ হলো ১৫%। এখানে ৫% বিচ্যুতিকে কী বলা য়ায়?
- অনিশ্চয়তার উৎস
- ঝুঁকির উৎস
- নিট ক্ষতি
- নিট ব্যবধান
17478. ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতি-
- পরিসপ
- আদর্শ বিচ্যুতি পদ্ধতি
- বিভেদাঙ্ক
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ঝুঁকি ও অনিশ্চয়তা । এসএসসি Finance Banking। কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1748"