“ঝর্ণার গান – অনুশীলনী কর্ম-
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল অধ্যায় দেখতে এখানে যাও
অনুশীলনী কর্ম- ১। কবিতাটিতে প্রকৃতির যেসব উপাদান ও প্রাণীর নাম বলা হয়েছে- তার একটি তালিকা কর। বহুনির্বাচনি ১। দুপর-ভোর ঝর্ণা কার গান শুনতে পায় ?
ক. ঝিঁঝিঁর খ. পরীর গ. বুলবুলির ঘ. শালিকের ২। ‘একলা গাই একলা ধাই
দিবস রাত, সাঁজ সকাল।’ এ বক্তবে্য ঝর্ণার কোন রূপটি ফুটে ওঠে?
ক. প্রকৃতি চেতনা খ. সৌন্দর্যপ্রীতি গ. ছুটে চলা ঘ. শঙ্কাহীন চিত্ত নিচের উদ্দীপকটি পড়ে ক্ত ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : নারিন্দার বৃক্ষপ্রেমী বলরাম দা গড়ে তোলেন হাজার রকমের বৃক্ষের সমারোহে একটা উদ্যান যেটি বলধা গার্ডেন নামে পরিচিত। নিছক আনন্দ উপভোগের জন্যই তাঁর এ উদ্যোগ। অনেকেই সেখানে ভেষজ ঔষধের উপকরণ খুঁজেছেন।
ক্ত। উদ্দীপকের বলরাম দার সাথে ‘ঝর্ণার গান’ কবিতায় সাদৃশ্য রয়েছে –
র. চাতকের II. ঝᠦѠư্ণার III. বররর-ঝাউয়ের নিচের কোনটি সঠিক?
ক. র খ. II গ. ররРও II ঘ. রর ও Iরর
৪ররর এরূপ সাদৃশে্যর কারণ কী?
ক. পরোপকার খ. পরিবেশ সংরক্ষণ গ. ছুটে চলা ঘ. সৌন্দর্য সৃষ্টি সৃজনশীল নিসর্গকে হাতের মুঠোয় পুরে দেয়ার তাগিদ থেকে শিল্পী গড়ে তোলেন এক রমণীয় উদ্যান। বিস্তীর্ণ খোলা মাঠকে সুপরিকল্পিতভাবে তিনি গড়ে তোলেন। পুকুর, দীঘি, হাঁস, গাছপালা, ফুল, পাখির বিচিত্র সমারোহ সৌন্দর্য পিপাসু মানুষ মাত্রকেই আকৃষ্ট করে। অনিন্দ্য সুন্দর এই প্রকৃতিকে শিল্পী তিলোত্তমা করে সাজিয়েছেন শুধুই নিজের খেয়ালে। ব্যক্তিবিশেষ বা কোনো গোষ্ঠীকে আনন্দ দান নয়, সৌন্দর্যই মুখ্য। বৈরী প্রকৃতি, সামাজিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে তিনি সম্মুখে ছুটে চলেছেন। সৃষ্টির আনন্দই তাঁকে এগিয়ে নিয়েছে এতটা পথ।
ক. ঝর্ণা কেমন পায়ে ছুটে চলে? খ. শিথিল সব শিলার পর বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? গ. উদ্দীপকের সাথে ‘ঝর্ণার গান’ কবিতার সাদৃশ্যর্পূণ দিকটি ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকটি ‘ঝর্ণার গান’ কবিতার মল বক্তব্যকে কতটুকু ধারণ করে? যুক্তিসহ ব্যাখ্যা কর।
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল মডেল টেস্ট কুইজ দেখতে এখানে যাও
এসএসসি (ssc) বা মাধ্যমিকির অধ্যায়ভিত্তিক অনুশীলন করতে এখানে যাও
“
0 responses on "ঝর্ণার গান - অনুশীলনী কর্ম-"