মাইক্রোসফট ওয়ার্ডে কাজ আরও সহজে এবং দ্রুত করার জন্য এক নজরে কি-বোর্ট শর্টকাটগুলো দেখে নিন।
Shortcut Description
Ctrl+N- ডকুমেন্ট শুরু কর।(start)
Ctrl+O- ওপেন ডায়ালগ বক্স প্রদর্শন কর।(open)
Ctrl+W – অ্যাকটিভ ডকুমেন্ট বন্ধ কর(close)
Ctrl+S- ডকুমেন্ট সংরক্ষণ বা সেভ কর।(save document)
Ctrl+P – প্রিন্ট ডায়ালগ বক্স প্রদর্শন বা প্রিন্ট করার জন্য প্রেস কর(print the active page)
Alt+Ctrl+I – প্রিন্ট কত পেইজ থেকে কত পেইজ হবে বা প্রিন্ট প্রিভিউ প্রদর্শন করার জন্য প্রেস কর
Alt+Ctrl+P – প্রিন্ট লেআউট প্রদর্শন করার জন্য প্রেস কর(switch to print layout view)
Alt+Ctrl+O – আউটলাইন ভিউ প্রদর্শন করার জন্য প্রেস কর(switch to outline view)
Alt+Ctrl+N – ড্রাফট ভিউ প্রদর্শন করার জন্যপ্রেস কর(switch to draft view)
Ctrl+F – কোন ওয়ার্ড সার্চ করার জন্যপ্রেস কর(to use for find)
Alt+Ctrl+Y- আরেকটা ওয়ার্ড সার্চ করার জন্য(একটা সার্চ রিপ্লেস করার পর)(to use for search)
Ctrl +H – রিপ্লেস ডায়ালগ বক্স প্রদর্শন করার জন্য প্রেস কর(to use for replace)
Ctrl+G – গো টু ডায়ালগ বক্স প্রদর্শন করার জন্যপ্রেস কর(to use for go to)
Alt+Ctrl+ Z- আপনি শেষ চারটি জায়গায় সংশোধন করেছেন তা প্রদর্শন করবে।(switch between the last 4 places that you have edited)
Ctrl+PageUp- পূর্বের সংশোধনের স্থানে যাওয়ার জন্য প্রেস কর(move to previous page)
Ctrl+PageDown -পরের সংশোধনের স্থানে যাওয়ার জন্যপ্রেস কর(move to next page)
Ctrl+1- সিঙ্গেল লাইন স্পেসিং সেট করার জন্য।(Single-space lines.)
Ctrl + 2- ডাবল লাইন স্পেসিং সেট করার জন্য।(Double-space lines.)
Ctrl+5 – দেড় লাইন স্পেসিং সেট করার জন্য।(1.5-line spacing.)
Ctrl+0 – এক লাইন স্পেস দেওয়ার জন্য ২টি প্যারাগ্রাফের মধ্যে।(Toggles 6pts of spacing before a paragraph.)
Ctrl +E- একটি প্যারাগ্রাফকে মাঝখানে সেট করে।(Aligns the line or selected text to the center of the screen.)
Ctrl+J- একটি প্যারাগ্রাফকে জাস্টিফাইড অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।(Aligns the selected text or line to justify the screen.)
Ctrl+R- একটি প্যারাগ্রাফকে রাইট অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।(Aligns the line or selected text to the right of the screen.)
Ctrl+L- একটি প্যারাগ্রাফকে লেফট অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।(Aligns the line or selected text to the left of the screen.)
Ctrl+F9 খালি ফিল্ড ইনসার্ট করার জন্য।
Ctrl+M- বাম দিক থেকে ইনডেন্ট দেওয়ার জন্য(Indent the paragraph.)
Ctrl+Shift+M- বামদিক থেকে প্যারাগ্রাফ ইনডেন্ট বাদ দেয়ার জন্য।()
Ctrl+T- হ্যাংগিং ইনডেন্ট দেওয়ার জন্য।
Ctrl+Shift+T- হ্যাংগিং ইনডেন্ট কমানোর জন্য।(Create a hanging indent.)
Ctrl+Q- প্যারাগ্রাফ ফরম্যাটিং দূর করার জন্য।
Shift +Enter একটি প্যারাগ্রাফে একটি নতুন লাইন শুরু করার জন্য্।
Ctrl + Enter পেজ ব্রেক ইনসার্ট করার জন্য।
Ctrl + shift+ Enter কলাম ব্রেক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+Minus Sign একটি em ড্যাশ ইনসার্ট করার জন্য।
Ctrl+Minus Sign একটি en ড্যাশ ইনসার্ট করার জন্য।
Ctrl + Hyphen একটি অপশনাল হাইপেন ইনসার্ট করার জন্য।(to create a optional hyphen)
Ctrl + Shift + Hyphen নন ব্রেকিং হাইপেন ইনসার্ট করার জন্য।
Ctrl + Shift + Spacebar নন ব্রেকিং স্পেস ইনসার্ট করার জন্য।
Alt + Ctrl + C কপিরাইট প্রতীক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+R রেজিষ্টার্ড ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+T ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করার জন্য।
Alt+Ctrl+Full Stop উপবৃত্ত ইনসার্ট করার জন্য।
Backspace – বামদিক থেকে একটি বর্ণ ডিলিট করার জন্য।
Ctrl + Backspace – বামদিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।
Delete – ডানদিন থেকে একটি বর্ণ ডিলিট করার জন্য।
Ctrl + Delete – ডানদিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।
Ctrl+ Z – শেষ কাজটি বাতিল করার জন্য।
Ctrl + C – নির্বাচিত টেক্সট কপি করার জন্য।
Ctrl + X – নির্বাচিত টেক্সট কাট করার জন্য।
Ctrl+V – কপি/কাট করা টেক্সট পেস্ট করার জন্য।
Alt+Shift +R – হেডার অথবা ফুটারের পূর্বের অংশ কপি করার জন্য।
Ctrl +Alt +V – পেস্ট স্পেশাল ডায়ালগ বক্স প্রদর্শনের জন্য।
Ctrl + Shift + V – শুধু ফরম্যাটিং পেস্ট করার জন্য
Alt+shift+K- মেইল মার্জ প্রদর্শনের জন্য।
Alt+Shift+N- ডকুমেন্ট মার্জড করার জন্য।
Alt+Shift+M- মার্জড ডকুমেন্ট প্রিন্ট করার জন্য।
Alt+Shift+E- মেইল মার্জড ডাটা ডকুমেন্ট এডিট করার জন্য।
Alt+shift+F- একটি মার্জ ফিল্ড ইনসার্ট করার জন্য।
0 responses on "জেনে নিন মাইক্রোসফ্ট এমএস ওয়ার্ড প্রোগ্রামের শর্টকার্টগুলি"