জেএসসি-বাংলা-1-পদ্য-4-বঙ্গভূমির-প্রতি – জেএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 316
জেএসসি বাংলা | 3151. ‘পরমাদ’ শব্দটির অর্থ কী?
- পরমানন্দ
- ভুল-ভ্রান্তি
- পরমায়ু
- লালপদ্ম
3152. ‘কোকনদ’ শব্দের অর্থ কী?
- লাল পদ্ম
- নীলপদ্ম
- শ্বেতপদ্ম
- জলপদ্ম
3153. কবি দেশকে কী হিসেবে কল্পনা করেছেন?
- মা
- পুত্র
- পিতা
- কন্যা
3154. কবি মাতৃভূমির স্মৃতিপটে কেমন করে ফুটে থাকতে চান?
- পদ্মফুলের মতো
- গোলাপের মতো
- দেশপ্রেমিকের মতো
- যোদ্ধার মতো
3155. ‘শমন’ শব্দটির অর্থ কী?
- মৃত্যুর দেবতা
- মৃত্যুর আদেশ
- মৃত্যু ভয়
- মৃত্যু কামনা
3156. ‘অমর করিয়া বর দেহে’-কাকে বর দেবে?
- মানসে
- দগাসে
- বসন্তে
- পদে
3157. ‘বর’ শব্দের অর্থ কী?
- বিশাল
- আশীর্বাদ
- বৃষ্টি
- বাদল
3158. ‘দৈববশে’ শব্দগুচ্ছ কী অর্থে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ব্যবহৃত হয়েছে?
- ভাগ্যক্রমে
- অভ্যাসবশে
- হঠাৎ করে
- দেবতার কৃপায়
3159. ‘একেই কি বলে সভ্যতা’ মাইকেলের কী জাতীয় রচনা?
- নাটক
- কাব্যগ্রন্থ
- প্রহসন
- মহাকাব্য
3160. ‘মধুহীন করো না গো তব মন:কোকনদে।’-এখানে মধুহীন বলতে কী বোঝানো হয়েছে?
- নিরাশ
- স্বাদহীন
- বিবাগী
- দেশত্যাগী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "জেএসসি বাংলা বঙ্গভূমির প্রতি মডেল টেস্ট"