জেএসসি-বাংলা-1-পদ্য-1-মানবধর্ম – জেএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 282
জেএসসি বাংলা | 2811. ‘জাত’ সম্পর্কে সব লোকে লালনকে জিজ্ঞাসা করার কারণ-
- লালন অসাম্প্রদায়িকতার গান গাইতেন
- লালন ধর্মান্তরিত হন নি
- লালন ধর্মে বিশ্বাসী ছিলেন না
A,B
2812. লালন শাহের কোন এটি নিয়ে মতান্তর রয়েছে?
- জন্ম
- মৃত্যু
- ধর্ম
- জাত
2813. ‘নজর’ শব্দের অর্থ কী?
- দৃষ্টি
- বদান্যতা
- লক্ষ করা
- আকৃষ্ট হওয়া
2814. কোন সময়ে সবাই সমান?
- নামাজের সময়ে
- মন্দিরে প্রার্থনার সময়ে
- জন্ম-মৃত্যুর সময়ে
- জাতীয় চেতনার ক্ষেত্রে
2815. লালন শাহ্ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
- 1762
- 1772
- 1782
- 1792
2816. লালন শাহ্ কোন জিনিসটিকে গুরুত্বপূর্ণ মনে করেন না?
- শিক্ষাকে
- জাতকে
- পেশাকে
- কৌলীন্যকে
2817. জাতকে গুরুত্বপূর্ণ মনে করেন না কে?
- লালন
- পুরোহিত
- ব্রাহ্মণ
- হিন্দু শাস্ত্র
2818. লালন জাতের ফাতা কয় বাজারে বিক্রি করেছে?
- ৩ বাজারে
- ৫ বাজারে
- ৭ বাজারে
- ৯ বাজারে
2819. ‘মানবধর্ম’ কবিতায় মুসলমানদের গলায় কি পরার কথা উল্লেখ আছে?
- হাজী গামছা
- তসবি
- জপমালা
- মাফলার
2820. মহা মনীষী লালন শাহ্ বিশ্বাস পোষণ করেন না-
- মানুষের জাতভেদে পার্থক্য
- মানুষের ধর্মভেদের বিভেদ
- জাতি-ধর্মহীন অভিন্নতা
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "জেএসসি বাংলা - 1 - পদ্য - 1- মানবধর্ম - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 282"