জেএসসি-বাংলা-1-সহপাঠ-1-কিশোর-কাজি – জেএসসি-বাংলা-1-সহপাঠ – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 363
3621. নাজিম কলসির মুখ খুলেছিল কেন?
- সোনার মোহরগুলো নিতে
- জলপাই নিতে
- কৌতূহলের বশবর্তী হয়ে
- লোভের বশবর্তী হয়ে
3622. আলী কোজাই কত বছর আগে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল?
- এক বছর
- দু বছর
- তিন বছর
- পাঁচ বছর
3623. ‘‘এ যে রাশি রাশি সোনার মোহর।’’ এখানে রাশি রাশি দ্বিরুক্তিটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- স্বল্পতা বুঝাতে
- আধিক্য বুঝাতে
- সোনার চাকচিক্য বুঝাতে
- সৌন্দর্য বুঝাতে
3624. খলিফা বালকদের খেলা থেকে কী শিখেছিলেন?
- শাস্তি প্রদানের কৌশল
- বিচার করার কৌশল
- সত্য উদ্ঘাটনের কৌশল
- রায় দেওয়ায় কৌশল
3625. রাশি রাশি সোনার মোহর পেয়ে নাজিম কী করল?
- সিন্দুকে রেখে দিল
- বন্ধুকে ফিরিয়ে দিল
- কলসিতে ভরে রাখল
- স্ত্রীকে দিয়ে দিল
3626. আলী কোজাই মক্কায় যেতে চাইল কেন?
- ব্যবসার কাজে
- ভ্রমণ করতে
- বন্ধুর খোঁজে
- হজ করতে
3627. ‘কিশোর কাজি’ গল্পের মূল প্রতিপাদ্য কী?
- খলিফা হারুন-অর-রশীদের মহিমা
- কোজাই-এর মোহর ফিরে পাওয়া
- বালক কাজির বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা
- ইসলামের বিচার ব্যবস্থা
3628. আলী কোজাই বন্ধুর কাছে আমানত রাখা কলসিটি পূর্ণ করল-
- সোনার মোহর দ্বারা
- রুপার মোহর দ্বারা
- জলপাই দ্বারা
A,C
3629. জলপাই খেতে ইচ্ছে হলো কার?
- আলী কোজাইয়ের
- নাজিমের
- নাজিমের স্ত্রীর
- হারুন-অর-রশীদের
3630. আলী কোজাই তার সঞ্চিত অর্থগুলো নাজিমের কাছে জমা রেখেছিল-
- খলিফার আদেশে
- বাধ্য হয়ে
- স্বেচ্ছায়
- প্রতিবেশীর প্ররোচনায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-সহপাঠ-1-কিশোর-কাজি"