জেএসসি-বাংলা-1-পদ্য-8-জাগো-তবে-অরণ্য-কন্যারা – জেএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 350
3491. কবি সুফিয়া কামাল পৃথিবীর জীবনকে কী বলেছেন?
- ক্ষুধার্ত
- ভয়ার্ত
- ম্লান
- মুমূর্ষু
3492. কবি সুফিয়া কামাল চারদিকে কী শোনেন?
- কান্না
- আর্তনাদ
- হাহাকার
- হাসি
3493. কোথায় ছন্দ তান তুলে মুমূর্ষ ধরা-প্রাণ বাঁচাতে বলা হয়েছে?
- কঙ্কণে
- অলকে
- বাজুতে
- কর্ণ-দুলে
3494. সুফিয়া কামাল কখন থেকে কবিতাচর্চা শুরু করেন?
- ছোটবেলা থেকে
- কলেজজীবন থেকে
- বিয়ের পর
- বিশ্ববিদ্যালয় থেকে
3495. মুমূর্ষ ধরা-প্রাণ জেগে উঠতে পারে-
- সবুজ বৃক্ষের সমারোহে
- অরণ্য কন্যার জাগরণে
- প্রচুর বৃষ্টিপাতে
A,B
3496. নিজের কোন বানানটি সঠিক?
- মুমুর্ষ
- মূমূর্ষ
- মুমূর্ষু
- মমুর্ষূ
3497. বহ্নিজ্বালা কোাথায় বাজে?
- মর্মরে
- হৃদয়ে
- বক্ষে
- বৃক্ষে
3498. কবি সুফিয়া কামাল আত্মার কী আনতে বলেছেন?
- কান্না
- খুশি
- দু:খ
- আনন্দ
3499. প্রাকৃতিক সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন। একজন বিশেষজ্ঞ বক্তব্যে বলেছেন, ‘যতদিন পর্যন্ত আমরা প্রকৃতিকে ভালোবাসতে না পারব ততদিন পর্যন্ত প্রকৃতির এই অভিশাপ থেকে আমাদের রেহাই নেই।’
- ফুল ফসলে পরিপূর্ণ পৃথিবী
- নির্বিচারে বৃক্ষনিধন
- বৃক্ষের সমারোহ সৃষ্টি
- বৃক্ষশূন্য পৃথিবী
3500. ‘যতদিন পর্যন্ত আমরা প্রকৃতিকে ভালোবাসতে না পারব ততদিন পর্যন্ত প্রকৃতির এই অভিশাপ থেকে রেহাই নেই’-এ রেহাই পেতে কবিতায় যে নির্দেশনা রয়েছে তা হলো-
- গাছ লাগাও প্রকৃতি বাঁচাও
- খরা ও ভূমিক্ষয় রোধে বৃক্ষনিধন রোধ
- চারদিকে সবুজের সমারোহ সৃষ্টি
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-পদ্য-8-জাগো-তবে-অরণ্য-কন্যারা - জেএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 350"