জেএসসি বাংলা পদ্য । দুই বিঘা জমি – কুইজ মডেল টেস্ট অনুশীলন
3231. উপরের কবিতাংশে ‘দুই বিঘা জমি’ কবিতার আলোকে ফুটে ওঠা ভাবটি নিচের কোন পঙ্ক্তিটিতে প্রকাশ পেয়েছে?
- চোখে আসে জল ভরে
- আঁখি জলে ভাসিসজল চক্ষে
- করুণ রক্ষেজল লয়ে যায় ঘরে
3232. ‘দুই বিঘা জমি’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- কথা ও কাহিনী
- কড়ি ও কোমল
- সোনার তরী
- শেষ লেখা
3233. ‘মরিবার মতো ঠাঁই বলতে কবি কী বুঝিয়েছেন?
- দয়া
- নিজের শেষ অবস্থা
- মরার স্থান
- বিস্তার জায়গা
3234. দুই বিঘা জমি কবিতায় যে ঋড়ের কথা বলা হয়েছে-
- বৈশাখী ঝড়
- জ্যৈষ্ঠের ঝড়
- মৌসুমি ঝড়
- আশ্বিনী ঝড়
3235. পরিষদদের সাধারণ বৈশিষ্ট্য হলো-
- তোষামোদগ করা
- ন্যায় কথা বলাজি হুজুর
- জি হুজুর করা”;}}
A,C
3236. কয়টি পাকা ফল উপেনের কোলের কাছে পড়ল?
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
3237. উপেন স্নেহের দান লাভ করার কারণ কোনটি?
- ভূ-স্বামীর দয়া
- মালীর সহানুভূতি
- চৌর্যবৃত্তি
- বায়ুপ্রবাহ
3238. দুই বিঘা জমির জমির পরিবর্তে ভগবান উপেনকে অলিখিত মালিক করলেন-
- দশ বিঘার
- দশ গ্রামের
- সারা দেশের
- বিশ্ব নিখিলের
3239. এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
- মো ইয়ান
- রবীন্দনাথ ঠাকুর
- গাও জিং জিয়ান
- ইয়াসুনারি কাওয়াবার্টা
3240. উপেন তার দুই বিঘা জমিকে কার সাথে তুলনা করেছে?
- পৃথিবী
- ভিনগ্রহ
- মাতৃভূমি
- বসবাসের স্থান
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি বাংলা পদ্য-5 । দুই বিঘা জমি - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 324"