জেএসসি-বাংলা-1-পদ্য-5-দুই-বিঘা-জমি – জেএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 323
3221. ‘উড়ে’ বলতে বোঝানো হয়েছে-
- উড়ু উড়ু স্বভাবের
- ঝুলন্ত থাকে এমন
- উড়িষ্যা বা ওড়িয়া প্রদেশের লোক
- উড়ো খবর বা চিঠি
3222. বাবু, রাজ, মহারাজ ইত্যাদি শব্দগুলোর মাধ্যমে ‘দুই বিঘা জমি’ কবিতায় কাকে বুঝানো হয়েছে?
- জমিদার
- পরিষদ
- মহাজন
- ইজারাদার
3223. বাবু ছিপ হাতে কার সাথে মাছ ধরছিলেন?
- রাজার সাথে
- প্রতিবেশীর সাথে
- উকিলের সাথে
- পারিষদের সাথে
3224. ভূস্বামীর প্রস্তাবের কত দিন পরে উপেন ভিটে-মাটি ছেড়ে পথে বের হয়?
- এক মাস
- দেড় মাস
- দুই মাস
- আড়াই মাস
3225. ‘খত’ বলতে কী বোঝায়?
- ঋণপত্র
- সাক্ষর
- ঋণ
- উৎস
3226. সহসা কে শ্বাস ফেলে গেল?
- শাখা
- ফল
- বাতাস
- ঝড়
3227. ‘যমদূতপ্রায়’ বিশেষণটি ‘দুই বিঘা জমি’ কবিতায় কার পরিচয় বহন করে?
- ভূস্বামী
- উপেন
- মালী
- পরিষদ
3228. ‘বছর পনেরো-ষোল’ উপেনের কোথায় কাটে?
- কাশীতে
- বৃন্দাবনে
- গহীন জঙ্গলে
- হাটে-মাঠে-ঘাটে
3229. উপেনকে কে ধরে নিয়ে গেল?
- পেয়াদা
- মালি
- ভূস্বামী
- পাহারাদার
3230. “মাটির কলসে জল ভরে :: ‘দুই বিঘা জমি’ কবিতায় যে দিকটি উপরের উদ্দীপকে ফুটে উঠেছে, তা হচ্ছে-
- নদীমাতৃক দেশ
- গ্রামীণ আবহাওয়া
- দরিদ্র জীবন
- স্মৃতিধন্য গ্রাম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-পদ্য-5-দুই-বিঘা-জমি - জেএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 323"