জেএসসি-বাংলা-1-পদ্য-4-বঙ্গভূমির-প্রতি – জেএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 315
বঙ্গভূমির প্রতি :
3141. ‘রেখো মা দাসেরে মনে’-এখানে ‘দাস’ বলতে কবি বুঝিয়েছেন-
- নিজেকে
- চাকরকে
- জন্মভূমিকে
- সেবককে
3142. কবি দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকতে চান-
- বসন্তে
- শরতে
- হেমন্তে
A,B,C
3143. লোকে যারে নাহি ভুলে তাকে সবাই মনের কোথায় সেবা করে?
- প্রবাসে
- চরণে
- বসন্তে
- মন্দিরে
3144. মাইকেল মধুসূদন দত্ত কেমন লেখক?
- প্রথাবিরোধী
- গতানুগতিক
- বিপ্লবী
- মার্কস বাদী
3145. পরদেশে গেলে মানুষের মাঝে দেকা যায়-
- স্বদেশপ্রীতি
- স্মৃুতিকাতরতা
- মাতৃভূমির প্রতি তীব্র আকর্ষণ
A,B,C
3146. ‘রেখো, মা, দাসেরে মনে’- এ ইক্তিতে প্রকাশ পেয়েছে-
- স্বদেশের প্রতি কবির শ্রদধা
- স্বদেশের প্রতি কবির অহমিকা
- স্বদেশের প্রতি কবির বিনয়
A,C
3147. নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের নাটক?
- সাজাহান
- রক্তকরবী
- শর্মিষ্ঠা
- জমিদার দর্পণ
3148. কবি দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকতে চান-
- বসন্তে
- শরতে
- হেমন্তে
A,B
3149. মিনতি অর্থ কী?
- বিনীত প্রার্থনা
- অনুনয়
- বিনয়
- আনুগত্য
3150. ‘নরকুল’ -এর আশ্রয় কোনটি বলে তুমি মনে কর?
- জীবলোক
- পৃথিবী
- বেহেশত
- নরক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি বাংলা পদ্য বঙ্গভূমির প্রতি কুইজ মডেল টেস্ট অনুশীলন - 315"