জেএসসি-বাংলা-1-পদ্য-11-নদীর-স্বপ্ন – জেএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 273
2721. কানাইয়ের দিদি কোথায় গেছে?
- ঘাটে
- স্কুলে
- কলেজে
- বাজারে
2722. কানােইয়ের দৃষ্টিতে পৃথিবীর সব নীল রং জড়ো হয়েছে কোথায়?
- নৌকার পালে
- অবাক আকাশে
- পাখির ঝাঁকে
- নদীর বুকে
2723. ‘নদীর স্বপ্ন’ কবিতাটি লিখেছেন-
- জীবনানন্দ দাশ
- প্রতিভা বসু
- জসীমউদ্দীন
- বুদ্ধদেব বসু
2724. বুদ্ধদেব বসুর জন্মস্থান কোথায়?
- ঢাকা
- বরিশাল
- কুমিল্লা
- চট্টগ্রাম
2725. ‘নদীর স্বপ্ন’ কবিতায় সিকি ছাড়াও আনি আছে কার কাছে?
- কানাইয়ের
- মাঝির
- জেলের
- ছোকানুর
2726. কানাই কল্পনায় ছোকানুকে কী ভেবেছিল?
- পদ্মার রানি
- আকাশের রানি
- নৌকার রানি
- দেশের রানি
2727. বাংলাদেশের গাঁয়ে শান্ত নীরব জীবন কতই না আনন্দের। নদ-নদী, ফুল, ফল, পাখ-পাখালি সবাই মিলে গ্রামকে কত সুন্দর করেছে। গাঁয়ে এই অপরূপ সৌন্দর্য মানুষকে ভাবুক করে তোলে।
- মনের কল্পনা
- কিশোর মনের ভাবনা
- পল্লির জীবনযাত্রা
- প্রকৃতির সৌন্দর্য
2728. ফুটে উঠা দিকটি প্রকাশ পেয়েছে যে/যেসব চরণে তা হলো-
- তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা পদ্মা শোন
- দুপুরের রোদে ঝলমলে জলে বয়ে যায় ছলোছলো
- শোনো মা এখন ঘুমিয়ে আছেন দিদি গেছে ইশকুলে
2729. কানাইরা কয় ভাই বোন?
- দুই
- তিন
- চার
- এক
2730. বুদ্ধদেব বসু কয়টি পেশা গ্রহণ করেছিলেন?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-পদ্য-11-নদীর-স্বপ্ন - জেএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 273"