জেএসসি-বাংলা-1-গদ্য-9-সুখী-মানুষ – জেএসসি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 254
জেএসসি-বাংলা-1-গদ্য-কুইজ | 2531. “লোভে পাপ, পাপে মৃত্যু।’ বাক্যটি কোন রচনার অন্তর্গত?
- পড়ে পাওয়া
- বাঙালির বাংলা
- সুখী মানুষ
- মংড়ুর পথে
2532. মোড়লের আত্মীয় কে?
- কবিরাজ
- হাসু মিয়া
- রহমত
- সুখী লোকটি
2533. ভূতে ধরতে পারলে কীভাবে খাবে বলে রহমত মনে করেছে?
- ডিমভাজা
- মাংসভাজা
- শাকভাজা
- মাছভাজা
2534. ‘সুখী মানুষ’ নাটিকাটিতে মোড়লের উক্তি-
- জ্বলে গেল
- হাড় ভেঙে গেল
- আমাকে শান্তি এনে দাও
A,B,C
2535. জামার জন্যে মোড়ল কত টাকা বকশিশ দিতে চেয়েছে?
- এক শ
- পাঁচ শ
- হাজার
- লাখ
2536. ‘সুখী মানুষ’ নাটিকাটিতে ক’টি দৃশ্য রয়েছে?
- এক
- দুই
- তিন
- চার
2537. ‘মোড়ল যে অত্যাচারী, পাপী’-উক্তিটি কার?
- কবিরাজের
- হাসুর
- রহমত আলীর
- লোকটির
2538. জাহানারাদের গ্রামে অসহায় মানুষদের চাল, ডাল ও কাপড় দেওয়ার হয়। কিন্তু গ্রামের চেয়ারম্যান সোলায়মান আলী শুধু তার অনুসারীদের মাঝে এসব বিতরণ করেন।
- ভোগবিলাসী
- সম্পদ লুন্ঠনকারী
- অন্যায়ভাবে হতা করা
- নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকা
2539. উদ্দীপক এবং ‘সুখী মানুষ’ নাটিকার মোড়লের শিক্ষণীয় দিকটি হলো-
- সম্পদ সবসময় স্থায়ী হয় না ভালো কাজ ছাড়া
- সম্পদের পাহাড় ধ্বংস হয়ে যায় যদি মন ভালো না থাকে
- অল্পতেই সুখী হয় এমন মানুষের সংখ্যা বেশি
A,B
2540. অচেনা লোকটি প্রাণখোলা হাসি হাসছে। কারণ-
- তার চুরি যাওয়ার সম্পদ নেই
- সে খুব সুখী মানুষ
- মোড়লের কষ্ট দেখে সে আনন্দ পেয়েছে
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-গদ্য-কুইজ- 254"