জেএসসি-বাংলা-1-গদ্য-8-আমাদের-লোকশিল্প – জেএসসি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 247
2461. বিশেষভাব রক্ষা করাকে বলা হয়-
- সযত্ন
- সুরক্ষা
- সংরক্ষণ
- রক্ষণাবেক্ষণ
2462. নকশিকাঁথার বৈশিষ্ট্য-
- সূক্ষ্ম সেলাই
- রং-বেরঙের নকশা
- তুলা দিয়ে সুতা কাটা
A,B
2463. কোন লোকশিল্প এক কালে দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল?
- জামদানি
- ঢাকাই মসলিন
- নকশিকাঁথা
- টেপাপুতুল
2464. যারা সুতা কাটে তাদের কী বলা হয়?
- বাটুনি
- কাটুনি
- চাটুনি
- মাজনি
2465. প্রতীকধর্মী পুতুল তৈরি করতে প্রয়োজন-
- তীক্ষ্ণ চিন্তাশক্তি
- প্রখর বাস্তবতাবোধতীক্ষ্ণ শক্তি
- কারিগরি দক্ষতা”;}}
A,B,C
2466. কোন জিনিসের কাজ বাংলাদেশের বহুযুগের ঐতিহ্য
- হস্তশিল্পের
- মাটির ও বেতের
- বেত ও বাঁশের
- পোড়ামাটির
2467. জামদানি শাড়ির জন্য কোনটি প্রয়োজনীয়?
- উচ্চ তাপমাত্রা
- আর্দ্রতা
- নদীর পানি
- বৃষ্টির পানি
2468. এদেশে তৈরি পুতুল কিসের প্রতিনিধিত্ব করে?
- জাতির ইতিহাস
- জাতীয় সংস্কৃতির
- দেশের ঐতিহ্য ও জীবনের
- দেশের ঐতিহ্য
2469. কামরুল হাসানের মতে, জামদানি শাড়ি’ আমাদের কী বহন করে আসছে?
- অতীত ইতিহাস
- মসলিনের শিল্পধারা
- অতীত শিল্প-ঐতিহ্য
- অতীত সংস্কৃতি
2470. খাদি কাপড়ের বৈশিষ্ট্য-
- এর সবটাই হাতে প্রস্তুত
- এর কিছুটা হাতে প্রস্তুত
- হাত ও মেশিনের অপূর্ব সৃষ্টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-গদ্য-8-আমাদের-লোকশিল্প - জেএসসি-বাংলা-1-গদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 247"