জেএসসি-বাংলা-1-গদ্য-7-এবারের-সংগ্রাম-স্বাধীনতার-সংগ্রাম – জেএসসি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 237
2361. পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন ডেকেছিল-
- প্রেসিডেন্ট ইয়াহিয়া খান
- খাজা নাজিমুদ্দিন
- জুলফিকার আলী ভুট্টো
- ইস্কান্দার আলী মির্জা
2362. ইয়াহিয়া খানের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পেছনে কারণ হলো আইয়ুব খানের-
- পদত্যাগ
- ক্ষমতাচ্যুতি
- অসুস্থতা
- মৃত্যু
2363. পাকিস্তান সরকার বাঙালিদের যে স্বাধীনতা হরণ করেছিল-
- রাজনৈতিক
- সাংস্কৃতিক
- অর্থনৈতিক
A,B,C
2364. বঙ্গবন্ধু বাঙালিকে কী নিয়ে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন?
- বন্দুক নিয়ে
- মনোবল নিয়ে
- যার যেটি আছে তা নিয়ে
- সময় নিয়ে
2365. ১৯৭০-এর সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কোন দল?
2366. ৭ই মার্চ বঙ্গবন্ধু আনুমানিক কত লোকের উপস্থিতিতে ভাষণ দেন?
- ১ লক্ষ
- ৫ লক্ষ
- ১০ লক্ষ
- ১৫ লক্ষ
2367. অ্যাসেম্বলিতে যোগ দিতে কতজন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এসেছিলেন?
- ২৫ জন
- ৩৫ জন
- ৪৫ জন
- ৫৫ জন
2368. বঙ্গবন্ধু কী ধরনের হরতালের ডাক দিয়েছিলেন?
- সহিংস
- ধ্বংসাত্মক
- শান্তিপূর্ণ
- লাগাতার
2369. বঙ্গবন্ধু ভাষণটিকে অনবদ্য বলার কারণ-
- বক্তব্যের গভীরতা
- জোরালো শব্দ প্রয়োগ
- সুষ্পষ্ট নির্দেশনা
A,C
2370. বঙ্গবন্ধু কিসের বিনিময়ে এদেশের মানুষকে মুক্ত করার প্রত্যায় ব্যক্ত করেন?
- অর্থের বিনিমিয়ে
- রক্তের বিনিময়ে
- সত্যের বিনিময়ে
- ঐক্যের বিনিময়ে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-গদ্য-7-এবারের-সংগ্রাম-স্বাধীনতার-সংগ্রাম - জেএসসি-বাংলা-1-গদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 237"