জেএসসি-বাংলা-1-গদ্য-6-তৈলচিত্রের-ভূত – জেএসসি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 223
2221. কীভাবে নগেন পরাশর ডাক্তারের লাইব্রেরিতে আসে?
- বীরের মতো
- পাগলের মতো
- চোরের মতো
- স্বাভাবিকভাবে
2222. ‘প্রেতাত্মা’ মানে কী?
- ভ্রান্তি
- ভূতের আত্মা
- ভূত
- ভূতের ছায়া
2223. মানিক বন্দ্যোপাধ্যায়-এর পিতৃপুরুষের বসতি কোথায় ছিল?
- ঢাকায়
- বিক্রমপুরে
- রংপুরে
- খুলনায়
2224. ‘তৈলচিত্রে ভর করে মামা নগেনকে ধাক্কা দিয়েছিলেন তার কী প্রমাণ আছে?’ নগেনের এমন মনে হয়েছিলো কারণ-
- সাহস
- সন্দেহ
- ভয়
- শ্রদ্ধা
2225. নগেনের মামার তৈলচিত্রটি ছিল-
- লাইব্রেরি ঘরে
- রসুই ঘরে
- বড় ঘরে
- ড্রয়িং রুমে
2226. সাগর মাঝে মাঝে রাতে ভয়ে জেগে ওঠে। তার মনে হয় কোনো ভূত তাকে তাড়া করছে। এটি সে কাউকে খুলে বলছে না। কিন্তু দনি দিন তার ভয় বাড়ছে এবং স্বাস্ত্য ও খারাপ হয়ে যাচ্ছে।
- ভূতে তাড়া করা
- মানসিক অবস্থা
- অন্য কোনো ভয় মনে পোষা
B,C
2227. এ অবস্থার উত্তরণে সাগর যেটি করতে পারে তা হচ্ছে-
- ভয় না পাওয়া
- রাতে জেগে থাকা
- দায়িত্বশীল কারোর সাহায্য নেওয়া
- কাউকে না বলা
2228. অন্ধকারে মামার তৈলচিত্র ছুঁলে সমস্ত শরীর ঝনঝনিয়ে ঝাঁকুনি দিয়ে ওঠার কারণ-
- ভয় পাওয়া
- বিদ্যুৎস্পৃষ্ট হওয়া
- ভক্তি শ্রদ্ধার কারণে
- ভূতের ঝাঁকুনি
2229. কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাপত ছোটগল্প?
- পদ্ম বউ
- নষ্টনীড়
- পুঁইমাচা
- প্রাগৈতিহাসিক
2230. তৈলচিত্র ধাক্কা দিত না-
- আলো জ্বালালে
- দিনের বেলায়
- অন্ধকার থাকলে
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-গদ্য-6-তৈলচিত্রের-ভূত - জেএসসি-বাংলা-1-গদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 223"