জেএসসি-বাংলা-1-গদ্য-3-বাংলা-ভাষার-জন্মকথা – জেএসসি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 197
1961. জর্জ আব্রাহাম গ্রিয়ারসনের মতে, কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?
- গৌড়ী প্রাকৃত
- মাগধী প্রাকৃত
- শৌরসেনী প্রাকৃত
- সংস্কৃত
1962. ভারতীয় আর্যভাষার দ্বিতীয় স্তর কোনটি?
- পালি
- মাগধী
- প্রাকৃত
- বাংলা
1963. রূপম তার বাবার কাছে শুনেছে কারিদাসের ‘মেঘদূত’ কাব্যের কথা। জেনেছে এটি সংস্কৃত ভাষায় লিখিত। বাবা এ কাব্য থেকে দুটি শ্লোক আবৃত্তি করে শোনান রূপমকে। সে তার একটি বর্ণও বুঝতে পারে না। রূপম অবাক হয়, বাংলা ও সংস্কৃতি ভাষায় এত পার্থক্য। অথচ বাবা বলেন, সংস্কৃত থেকেই নাকি জন্ম হয়েছে বাংলা ভাষার।
- সংস্কৃত ভাষা অর্থহীন বলে
- সংস্কৃত ভাষা উঁচুশ্রেণির বলে
- সংস্কৃত ভাষা দুর্বোধ্য বলে
- সংস্কৃত ভাষা বিধিবদ্ধ বলে
1964. বাংলা ভাষায় জন্ম প্রসঙ্গে বাবার বক্তব্যের সঙ্গে হুমায়ুন আজাদের অভিমত-
- পুরোপুরি সংগতিপূর্ণ
- আংশিক সামঞ্জস্যপূর্ণ
- কিছুটা স্বতন্ত্র
- সম্পূর্ণ বিপরীত
1965. কোনটি উঁচু শ্রেণির মানুষের লেখার ভাষা ছিল?
- বাংলা
- সংস্কৃত
- প্রাকৃত
- মৈথিলি
1966. সংস্কৃত শব্দ কীরূপ?
- বিধিবদ্ধ
- পরিশীলিত
- শুদ্ধ
A,B,C
1967. বাক্যতত্ত্ব কার লেখা?
- ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- হুমায়ুন আজাদ
- মুহাম্মদ আব্দুল হাই
1968. প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরটির নাম কী?
- সংস্কৃত
- বাংলা
- অপভ্রংশ
- বৈদিক
1969. আধুনিক ভারতীয় আর্যভাষার শেষে রক্ষণ কোনটি?
- আরবি
- বাংলা
- রোমানীয়
- হিব্রু
1970. ভাষার কোন কোন পরিবর্তন ঘটে বলে তুমি মনে কর?
- শব্দের
- ধ্বনির
- অর্থের
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-গদ্য-3-বাংলা-ভাষার-জন্মকথা - জেএসসি-বাংলা-1-গদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 197"