জেএসসি-বাংলা-1-গদ্য-11-মংড়ুর-পথে – জেএসসি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 175
1741. লেখকের কয়টা রাত কেট গেল কুশ্রী হোটেলে?
- একটা
- দুইটি
- তিনটি
- চারটা
1742. শিরীষ গাছের নিচে পলিথিন টাঙ্গানো দোকানে ছিল-
- বিস্কুট ও রুটি
- দুধ চিনির চা
- চিনি পয়সার চা
A,C
1743. ফুঙ্গিরা কখন খারি পায়ে ভিক্ষে করতে বের হয়?
- সকালে
- দুপুরে
- বিকেলে
- রাতে
1744. সুধার ডিয়ার নদীর এপারে মংড়ু। ওপারে কী?
- কুমোর পাড়া
- তাঁতি পাড়া
- সুধার পাড়া
- হিন্দু পাড়া
1745. পলিথিন টাঙ্গানো দোকানে লম্বা বেঞ্চিতে খাবারে বড় বড় কী?
- টুল
- ডেকচি
- বাসন কোসন
- গ্লাস প্লেট
1746. দুরন্ত স্বভাবর দীপ্ত। ওর স্বপ্নের নায়ক রবিনসন ক্রুশো। ছোটবেলা থেকে সুন্দরবন ভ্রমণের সখ তার। বাবা রাজি হলেন। ইঞ্জিনচারিত নৌকা থেকে সুন্দরবনকে দেখে কী অপরূপ না লাগছে। বিকেরের শেষ আলোয় মায়াময় হরিনীর সুন্দরবন দীপ্তর কাছে এখন জীবন্ত। বাস্তর যেন কল্পনাকেও হার মানিয়েছে।
- রবিনসন ক্রুশো হওয়া
- ভ্রমণের আকাঙ্ক্ষা
- হরিনীর প্রতি মায়া
- মংড়ু দেখার ইচ্ছা
1747. উদ্দীপকটির সাথে ‘মংড়ুর পথে’ ভ্রমণকাহিনির ভাবগত ঐক্যের দিকটি হলো-
- অন্যান্য দেশ সম্পর্কে জানা
- দেশ সফরের প্রেরণা সৃষ্টি
- বিভিন্ন জাতির মধ্যে সম্প্রীতি তৈরি
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-গদ্য-11-মংড়ুর-পথে - জেএসসি-বাংলা-1-গদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 175"