জেএসসি-বাংলা-1-গদ্য-মডেল টেস্ট -172

 

জেএসসি-বাংলা-1-গদ্য-11-মংড়ুর-পথে – জেএসসি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 172

জেএসসি-বাংলা-1-গদ্য-মডেল টেস্ট | 1711. ‘পাদরি’ বলতে বোঝায়-

  1. খ্রিস্টান ধর্মপ্রচারক
  2. ইহুদি ধর্মযাজক
  3. মুসলিম মোল্লা
  4. শিখদের গুরু

1712. মেস্ট্রো সেবাস্টিন মানরিক ছিলেন-

  1. পাদরি
  2. পুরোহিত
  3. ভিক্ষু
  4. পরিচালক

1713. ‘যুদ্ধজয়ের গল্প’ কোন ধরনের রচনা?

  1. প্রবন্ধ
  2. নাটক
  3. উপন্যাস
  4. ছোটগল্প

1714. ‘ঝরনা’ কে?

  1. বাঙালি রাঁধুনী
  2. মিয়ানমারের অধিবাসী
  3. পাদরি ধর্মযাযক
  4. রয়েল রেস্তোরাঁর মালিক

1715. মিয়ানমারে কোন ধর্মাবলম্বীদের প্রাধান্য?

  1. হিন্দু
  2. মুসলিম
  3. বৌদ্ধ
  4. খ্রিষ্টান

1716. সবদেশের লোক বিদেশিদের চিনতে পারে-

  1. পোশাক-পরিচ্ছদ দেখে
  2. চালচলন দেখে
  3. খাবার-দাবার দেখে

1717. অজস্র জাতিসত্তার অন্র্তমুখী জাতি বলতে লেখক কাদের বুঝিয়েছেন?

  1. ফুঙ্গিদের
  2. বর্মীদের
  3. রোয়াইংগাদের
  4. রাখাইনদের

1718. পদাউকের ফুলের রঙ কেমন?

  1. লাল
  2. নীল
  3. বেগুনি
  4. সোনালি

1719. মিয়ানমারের পথে পথে সন্ধ্যে বেলা কীরূপ যুবতী-তরুণীরা বেরোয়া?

  1. দোকানি
  2. রঙ্গিলা
  3. কুমারী
  4. মুখরা

1720. মিয়ানমারর কুমারীরা কিসের পসরা নিয়ে বসেছে?

  1. রুটির
  2. মিষ্টির
  3. ফলের
  4. পানীয়ের

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

 

আমাদের অন্যান্য সেবা:

ডোমেইন হোস্টিং

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline