জেএসসি-বাংলা গদ্য মডেল টেস্ট-164

 

জেএসসি-বাংলা-1-গদ্য-10-শিল্পকলার-নানা-দিক – জেএসসি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 164

জেএসসি-বাংলা গদ্য মডেল টেস্ট |1631. বাংলাদেশে পুরাকালে কী দিয়ে শিল্পীরা ছবি আঁকত?

  1. চক
  2. পেন্সিল
  3. কলম
  4. জল রঙ

1632. শিল্প সৃষ্টির বর্তমান সরঞ্জাম কোনটি?

  1. কাগজ ও কালি
  2. কালি ও কলম
  3. জল রঙ ও কাগজ
  4. প্যাস্টেল রঙ ও কাগজ

1633. প্রয়োজন আর অপ্রায়োজন মিলিয়েই মানুসের কিসের আশা পূরণ হয়?

  1. মনের
  2. শিল্পকলার
  3. সৌন্দর্যের
  4. আনন্দের

1634. মুস্তাফা মনোয়ার দ্বিতীয় ও ষষ্ঠ সাফ গেমসের কী নির্মাতা ছিলেন?

  1. মাসকট
  2. নৃত্য
  3. সংগীত
  4. পাপেট

1635. আনন্দকে আমরা যার সাহায্যে উপভোগ করি-

  1. i রূপ-রস
  2. শব্দ-স্পর্শ
  3. রুপ-গন্ধ

1636. স্থাপত্যকলার ইংরেজী পরিভাষা কোনটি?

  1. কোরিওগ্রাফি
  2. আর্কিটেকচার
  3. স্কালল্‌প্‌চার
  4. স্ট্রাকচার

1637. সব শিল্পকর্মের সৃষ্টি প্রক্রিয়ার কয়েকটি কী থাকে?

  1. উপকরণ
  2. উপজাত
  3. মাধ্যম
  4. ধরন-ধারণ

1638. ভাস্কর্যের গড়ন বানানো হয়-

  1. i শক্ত পাথর কেটে
  2. নরম মাটি দিয়ে
  3. ছাঁচে গরিত মেটাল ঢেলে

1639. মুস্তাফা মনোয়ারের জন্মতারিখ কোনটি?

  1. ১লা সেপ্টেম্বর
  2. ১লা অক্টোবর
  3. ১লা নভেম্বর
  4. ১লা ডিসেম্বর

1640. শিল্পকলার কারুকাজ দিয়ে গড়ে উঠেছে আমাদের-

  1. সংস্কৃতি
  2. ব্যবসা
  3. ভাষা
  4. ভাস্কর্য

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline