শিল্পকলার নানা দিক | জেএসসি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 158
1571. ‘সুন্দরবোধ’ মানুষকে কী করে?
- পরিশীলিত
- উজ্জীবিত
- উচ্ছৃসিত
- আনন্দিত
1572. রবীন্দ্রনাথের গানটিতে ভুবনে কী বইছে?
- জীবনধারা
- অশ্রুধারা
- আনন্দধারা
- ফল্গুধারা
1573. সব শিল্পকর্মের সৃষ্টি প্রক্রিয়ার কয়েকটি কী থাকে?
- উপকরণ
- উপজাত
- মাধ্যম
- ধরন-ধারণ
1574. নন্দনতত্ত্ব মানে কী?
- সুন্দরকে উপভোগ
- সুন্দরকে বিশ্লেষণ
- সুন্দরের নিয়ম
- সুন্দরের সাধনা
1575. সাহিত্য পাঠ করে বা ছবি দেখে মনে যে অনুভূতি জাগে তাক কী বলা হয়?
- রূপ
- রস
- শিল্প
- প্রেম
1576. সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম কী?
- জ্ঞানতত্ত্ব
- নন্দনতত্ত্ব
- শিল্পকলা
- চিত্রকলা
1577. আনন্দ রে আনন্দ তুই কোথায় থাকিস বলে :: “শিল্পকলার নানা দিক” প্রবন্ধের কোন ভাবটি এখানে প্রাসঙ্গিক?
- শিল্পকলার আনন্দ
- নৃত্যকলার সৌন্দর্য
- চিত্রকলার সৌন্দর্য
- জীবনীশক্তির প্রভাব
1578. চিত্রকল্পটির ভাব ফুটে উঠেছে-
- সব মানুষই জীবনে আনন্দ পেতে চায়
- আনন্দ ধারা বহিছে ভুবনে
- নন্দনতত্ত্ব মানে সুন্দরকে বিশ্লেষণ
A,B,C
1579. শিল্পচর্চা করা সকলের পক্ষে-
- অনাবশ্যক
- অপরিহার্য
- অতিমাত্রিক
- অসম্ভব
1580. বিশ্বের সকল দেশেই কারা ছবি আঁকে?
- শিশুরা
- কিশোররা
- যুবকরা
- বৃদ্ধরা
শিল্পকলার নানা দিক | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি বাংলা গদ্য - শিল্পকলার নানা দিক"