জেএসসি-বাংলা-1-গদ্য-1-অতিথির-স্মৃতি – জেএসসি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 179
1781. লেখকের দেখা দরিদ্র ঘরের মেয়েটির ছেলেমেয়ে কয়জন?
- দুজন
- তিনজন
- চারজন
- পাঁচজন
1782. ইউক্যালিপ্টাস গাছের উঁচু ডালে বসে হাজিরা হাঁকে কোন পাখি?
- শ্যামা
- টুনটুনি
- বেনে-বৌ
- শালিক
1783. কুকুরটির আতিথ্যে কার ঘোরতর আপত্তি ছিল?
- বামুনঠাকুরের
- বাগানের মালীর
- চাকরদের
- বাগানের মালিনীর
1784. ‘কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি’- কোন মেয়েটির?
- মালিনীর
- পান্ডুর রোগীর
- বাতব্যাধিগ্রস্তের
- পা ফোলা রোগীর
1785. লেখক বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন?
- রাঁচী
- দেওঘর
- কাশী
- শিলং
1786. সামিয়ার আদরের বিড়াল মিনি। সামিয়ার দৈনন্দিন জীবনের সাথে মিনি জড়িয়ে আছে আষ্টেপৃষ্টে। কিছুদিন প্রাণীর সামিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে না পেয়ে বোবা প্রাণী মিনি চঞ্জচলভাবে লেজ নেড়ে তার অস্থিরতা এবং মনের ভাব জুঝিয়ে দেয়।
- পড়ে পাওয়া
- অতিথির স্মৃতি
- বাংলা নববর্ষ
- মংড়ুর পথে
1787. মিনি ও সামিয়ার মধ্যকার স্নেহ-প্রীতির পরিচয় পাওয়া যায় ‘অতিথির স্মৃতি’ গল্পের-
- মালি ও মালিনীর
- লেখক ও কুকুরটির
- মালিনী ও চাকরদের
- লেখক ও বামুনঠাকুরের
1788. উদ্দীপক এবং ‘অতিথির স্মৃতি’ গল্পের আনোকে বলা যায়-
- মানবেতর প্রাণীরাও অনুভূতিপ্রবণ
- মানবেতর প্রাণীরাও স্নেহপ্রীতির সমান অংশীদার
- মানুষে-মানুষের মমত্বের সঙ্গে প্রাণী-মানুষের মমত্বের পার্থক্য অনেক
A,B
1789. একটু দেরি করে আসতো কোন পাখি?
- বুলবুলি
- টুনটুনি
- মালি
- বেনে-বৌ
1790. বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে?
- সন্ধ্যার পূর্বে
- সন্ধ্যার পরে
- বিকেল বেলা
- গোধূলি বেলা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলা-1-গদ্য-1-অতিথির-স্মৃতি - জেএসসি-বাংলা-1-গদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 179"