পাছে লোকে কিছু বলে | জেএসসি-বাংলা-1-পদ্য-6-পাছে-লোকে-কিছু-বলে – জেএসসি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 331
3301. উদ্দীপকের মূল বক্তব্য কবিতার যে পঙ্ক্তির মিল পাওয়া যায়-
- একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা
- হৃদয়ে বুদবুদ মতো উঠে শ্রভ্র চিন্তা কতো
- মহৎ উদ্দেশ্যে যাবে এক সাথে মিলে সবেপারি না মিলিতে সেই দলে পাছে লোক কিছু বলে
3302. আমরা কাজ করতে পারি না কেন?
- সংকল্প সাধনে
- লোকের নিরুৎসাহে
- ভয় আর লজ্জায়
- বাধা পাওয়ায়
3303. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার প্রথম লাইন কোনটি?
- আড়ালে আড়ালে থাকি
- করিতে পারি না কাজ
- পাছে লোকে কিছু বলে
- নীরবে আপনা ঢাকি
3304. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কোন চোখের কথা বলা হয়েছে?
- নিরমল
- সজল
- উজ্জ্বল
- স্বজ্জ্বল
3305. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ব্যবহৃত ভাষা হচ্ছে-
- সাধু
- চলতি
- আঞ্চলিক
- সাধু ও চলিত
3306. হৃদয় থেকে জেগে ওঠা ভাবনা হৃদয়েই মিশে যায় কেন?
- বিষাদগ্রস্ততার জন্য
- সংশয়ের কারণে
- উপেক্ষা করায়
- বাধা প্রাপ্তিতে
3307. বরিশালের কোন গ্রামে কামিনী রায় জন্মগ্রহণ করেন?
- নিমতা
- আমতলী
- বাসন্ডা
- বাসন্তী
3308. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার মুলবক্তব্য হলো-
- নিজেকে গুটিয়ে না রাখা
- সমালাচনায় কান না দেওয়া
- দ্বিধাগ্রস্ত সিদ্ধান্ত নেওয়া
B,C
3309. ‘ছল’ শব্দের অর্থ কী?
- ছুতা
- ইচ্ছা
- দ্বিধা
- ভয়
3310. ‘শুভ্র’ শব্দটি ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় যে অর্থে ব্যবহৃত হয়েছে-
- সাদা
- পরিষ্কার
- উদাসীন
A,B
পাছে লোকে কিছু বলে | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com/
0 responses on "জেএসসি বাংলা পদ্য : পাছে লোকে কিছু বলে"