জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-3 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 84
831. পুঁথি গুলো কোন ধর্মশাস্ত্রের ছিল?
- মুসলমান
- হিন্দু
- ক্রিস্টান
- বৌদ্ধ
832. বাংলা প্রথম সাহিত্যকর্মের নাম কী?
- মহাভারত
- রামায়ণ
- চর্যাপদ
- সীতার বনবাস
833. আমাদের চিত্রকলায় কাকে পথিকৃৎ বলা হয়?
- কামরুল হাসান
- জয়নুল আবেদিন
- িএস. এম. সুলতান
- সফিউদ্দীন আহমদ
834. মুগা জাতীয় সিল্ক কী নামে পরিচিত ছিল?
- দুকূল
- ক্ষৌম
- কার্পাস
- পত্রোর্ণ
835. প্রায় কত বছর আগে চর্যাপদ রচিত হয়েছিল?
- এক হাজার বছর
- দেড় হাজার বছর
- দুই হাজার বছর
- তিন হাজার বছর
836. কীর্তন গানের বিষয়ব্স্তু ছিল-
- শ্রীকৃষ্ণের কাহিনী
- সীতার কাহিনী
- রাধার কাহিনী
A,C
837. যে গান হিন্দু-মুসলামান সকলেই গেয়ে থাকে সেগুলো হলো-
- বাউল
- কীর্তন
- ভাটিয়ালি
A,C
838. সৃষ্টিমীল কিচু কিচু কাজে একটি জাতির চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়, তাকে বলে-
- চারুকলা
- শিল্পকলা
- ঐতিহ্য
B,C
839. বাংলাদেশ শিল্পকলা একাডেমী কাজ করে যাচ্ছে-
- সংগীতের উন্নতির জন্যে
- সাহিত্যের উন্নতির জন্যে
- নৃত্যের উন্নতির জন্যে
A,C
840. সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণ, তা নিয়ে গবেষণা ও তা প্রদর্শনের জন্য রয়েছে-
- শিশু একাডেমী
- আহসান মঞ্জিল
- জাতীয় জাদুঘর
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-3 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 84"