জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-3 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 77
জেএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি | 761. কী কাপড় নিয়ে বহু কাহিনী বা কিংবদন্তির সৃষ্টি হয়েছিল?
- তাঁত
- মসলিন
- খাসা
- এলাচি
762. চর্চাপদের সাথে সংগতিপূর্ণ বাক্য-
- এক হাজার বছর আগে
- দেড় হাজার বছর আগে
- বৌদ্ধ সাধকরা লিখেছেন
B,C
763. চর্যাগীতির বিখ্যাত রচয়িতা ছিলেন?
- লুইপা ও কাহ্নপা
- হরপ্রসাদ শাস্ত্রী ও চন্ডীদাস
- বিদ্যাপতি ও জ্ঞান দাস
- গোবিন্দ দাস ও চন্ডীদাস
764. হাসন রাজার গান শ্রোতাদের উদ্দীপ্ত করে-
- ভক্তিরসে
- ভালোবাসায়
- ভাবরসে
A,C
765. বাংলাদেশে শিশুদের মনন বিকাশে বেসরকারি পর্যায়ে কাজ করে-
- কচিকাঁচার আসর
- শিশু একাডেমী
- খেলাঘর
A,C
766. আমাদের জাতীয় সংগীতের সুর মূর্ছনা কীভাবে সৃষ্টি হয়েছে?
- রবীন্দ্রনাথের হাতে
- জাতীয়ভাবে
- আন্দোলনের মাধ্যমে
- বাউল সুরে
767. বন্দ্রের মিউজিয়াম কোথায় অবস্থিত?
- ঢাকায়
- রাজশাহীতে
- খুলনায়
- চট্টগ্রামে
768. বাঙালি সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী একটি কোন জাতি?
- প্রাচীন জাতি
- মধ্যযুগীয় জাতি
- আধুনিক জাতি
- অত্যাদুনিক জাতি
769. উপন্যাস ও কথাসাহিত্যে আমাদের লেখকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-
- শওকত ওসমান
- আল মাহমুদ
- আবু ইসহাক
A,C
770. কোন যুগে তালপাতার পুঁথিতে দেশীয় রং দিয়ে ছবি আঁকা হতো-
- সেন যুগে
- পালযুগে
- আদিম যুগে
- সুলতানি যুগে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "জেএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি - 3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 77"