জেএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি – কুইজ মডেল টেস্ট অনুশীলন
501. বাংলাদেশের শিুশুরা জাতিসংঘের যে সকল বিশেষ সংগঠন থেকে সেবা পেতে পারে তা হলো-
- ইউনিসেফ
- ইউনেস্কো
- ডব্লিউএইচও
A,B,C
502. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্যসংখ্যা কত?
- 12
- 15
- 16
- 18
503. সদরদপ্তর নিউইয়র্ক, প্রতিষ্ঠাকালীন সদস্য ৫০, ১৯৭৪ সালে বাংলাদেশের সদস্য লাভ। এটি কোন সংস্থা?
- সার্ক
- জাতিসংঘ
- আসিয়ান
- ওআইসি
504. কোন রাষ্ট্রটি ইইউ এর প্রতিষ্ঠাকালীন সদস্য?
- পেল্যান্ড
- রোমানিয়া
- যুক্তরাজ্য
- ফ্রান্স
505. ইইউ এর প্রধান কার্যালয় কোথায়?
- ঢাকায়
- ব্রাসেলসে
- দিল্লিতে
- কাঠমুন্ডুতে
506. জাতিসংঘ আন্তর্জাতিক আদালতের বিচারক কত জন?
- 10
- 15
- 20
- 25
507. আবিদ টেলিভিশনে আন্তর্জাকতক সহযোগিতা নামক একটি টকশো দেকছিল। অনুষ্ঠানের আলোচক বলেন, জাতিসংঘের অনেক সংগঠন বিশ্ব উন্নয়নের নানাভাবে কাজ করে যাচ্ছে। তাদের মধ্যে একটির সদরদপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিস অবস্থিত। সংস্থাটির ১৮৯টি সদস্য রাষ্ট্র রয়েছে। এ সংস্থার সাথে বাংলাদেশের সংশ্লিষ্টতা বিদ্যমান।
- ইউনেস্কো
- ইউএনডিপি
- ইউএনএফপিএ
- ইউনিসেফ
508. এ সংস্থার লক্ষ্য হলো-
- কৃষি উন্নয়ন
- শিক্ষা ও বিজ্ঞান
- সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও যোগাযোগ
B,C
509. বাংলাদেশে এ সংস্থাটির কার্যক্রম হলো-
- নিরক্ষরতা দূরীকরণ
- প্রতিরোধমূলক ঔষধ সরবরাহ
- বিজ্ঞান শিক্ষার উন্নয়ন
A,C
510. আমেরিকার নেতৃত্বে গঠিত সংগঠন কোনটি?
- ন্যাম
- ন্যাটো
- ইউনিসেফ
- ইউনেস্কো
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-13 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 51"