জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-12 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 47
জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি | 461. দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ায় চাপ পড়ছে-
- প্রাণী সম্পদের ওপর
- মৎস্য সম্পদের ওপর
- গাছপালার ওপর
A,B,C
462. বর্তমানে বাংলাদেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্প কোনটি?
- চা
- পাট
- কাগজ
- পোশাক
463. গত শতকের আশির দশকে কোন শিল্পের অগ্রযাত্রা শুরু হয়?
- সিমেন্ট
- পাট
- তৈরী পোশাক
- বস্ত্র
464. সম্পদের মাধ্যমে অগ্রগতি ঘটে মানুষের-
- অর্থনৈতিক জীবনের
- সামাজিক জীবনের
- রাজনৈতিক জীবনের
A,B
465. বাংলাদেশের তৃতীয় ঋতু কোনটি?
- বর্ষা
- শরৎ
- হেমন্ত
- বসন্ত
466. কোনটি বাংলাদেশের অতি পুরোনো শিল্পের মধ্যে একটি?
- বস্ত্র
- ঔষধ
- সার
- চা
467. মংলা একটি-
- স্থল বন্দর
- নদী বন্দর
- বিমান বন্দর
- সমুদ্র বন্দর
468. পুঁটি মাছ বাংলাদেশের খাল-বিল নদ-নদীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটি কোন পানির মাছ?
- মিঠা পানির মাছ
- সামুদ্রিক মাছ
- উপসাগরীয় মাছ
- লবণাক্ত পানির মাছ
469. বাংলাদেশের মোট ভূমির শতকরা কত ভাগ পাহাড়ি এলাকায়?
- ৫ ভাগ
- ৮ ভাগ
- ১০ ভাগ
- ১২ ভাগ
470. শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে কোন শিল্পের প্রাধন্য ছিল?
- বস্ত্র
- চিনি
- কাগজ
- সিমেন্ট
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-কুইজ- 47"