জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-12 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 39
JSC-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি | 381. প্রাকৃতিক বস্তুর উদাহরণ কোনটি?
- হাসপাতাল
- বিদ্যালয়
- খনিজাগার
- উপাসনালয়
382. বাংলাদেশের নদ-নদীতে কোন সম্পদটি বিপুল পরিমাণ রয়েছে?
- খনিজ সম্পদ
- বনজ সম্পদ
- মৎস্য সম্পদ
- কৃষিজ সম্পদ
383. বাংলাদেশে অতি অল্প সময়ে কোন শিল্পটি বৃহত্তম রপ্তানিমুখী শিল্পে পরিণত হয়েছে?
- বস্ত্র শিল্প
- পোশাক শিল্প
- চিনি শিল্প
- কাগজ শিল্প
384. মানুষ শুরুতে কী ভিত্তিক সমাজব্যবস্থা তৈরি করেছিল?
- ব্যবসায়ভিত্তিক
- শিল্পভিত্তিক
- কৃষিভিত্তিক
- চাকরিভিত্তিক
385. কোনটি প্রাকৃতিক সম্পদদের উদাহরণ?
- খনিজদ্রব্য
- উপাসনালয়
- জাতীয় যাদুঘর
- জাতীয় গ্রন্তাগার
386. রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে-
- মাছের
- পাখির
- পোকা-মাকড়ের
A,B,C
387. বাংলাদেশে জনসংখ্যার চাপ কেমন?
- কম
- বেশি
- অনেক কম
- জেলের
388. বর্তমানে দশে কয়টি চিনির কল আছে?
- ১৫টি
- ১৭টি
- ১৯টি
- ২১টি
389. উষা যখন ক্লাস থ্রিতে পড়তো তখন সে তাদের গ্রামের বাড়ি মৌলভীবাজার গিয়েছিল। তখন ছিল শীতকাল। সে হাওড় এলাকাতে প্রচুর পাখি দেখেছিল। এ বছরেও সে গ্রামের বাড়িতে যায কিন্তু আগের মতো পাখি দেখতে পায় নি। এ ব্যাপারে জানতে চাইলে তার দাদা বলেন, বিভিন্ন কারণে হাওড়ের মাছ ও পাখির সংখ্যা কমে গিয়েছে।
- জীববৈচিত্র্যের বিপর্যয়
- প্রাকৃতিক বিপর্যয়
- হাওড় অঞ্চলের বিপর্যয়
- গ্রামীণ জনগোষ্ঠীর বিপর্যয়
390. এ অবস্থা থেকে মৎস্য সম্পদ রক্ষায় করণীয়-
- জনসংখ্যা কমিয়ে আনা
- রাসায়নিক সারের ব্যবহার কমানো
- স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে হবে।
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "JSC-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি কুইজ - 39"