জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-11 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 33
321. চাকমাদের জীবিকার প্রধান উপায় হচেছ-
- ব্যবসায়
- বাণিজ্য
- কুটির শিল্প
- কৃষিকাজ
322. শ্রীলেখা একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মেয়ে। তাদের সম্প্রদায়ের জনসমষ্টির বসবাস পটুয়াখালী, বরগুনা এবং কক্সবাজার জেলায়। শ্রীলেখারা মঙ্গোলিয় জনগোষ্ঠীর লোক। বর্তমান মায়ানমারের আরাকান অঞ্চলে তাদের আদিবাস ছিল।
- চাকমা
- গারো
- খাসিয়া
- রাখাইল
323. উক্ত জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনব্যবস্থা হলো-
- কৃষিকাজ
- কাপড় বোনা
- মাছ ধরা
A,B
324. এ জনগোষ্ঠীর সাংস্কৃতিক জীবনব্যবস্থা হলো-
- মেয়েরা লুঙ্গি ও ব্লাউজ পরে
- ছেলেরা পাঞ্জাবি পরে
- বসন্ত উৎসব পালন করে
A,C
325. চাকমা সমাজের মূল অংশ কোনটি?
- আদাম
- মৌজা
- পরিবার
- রাজ বংশ
326. বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী কোন ভাষাভাষীর?
- বাংলা
- মান্দি খুসিক
- হিন্দি
- উর্দু
327. গারোরা সাধারণত নিজেদেরকে কী নামে পরিচয় দিতে বেশি পছন্দ করে?
- গুর্খা
- পাংখু
- বুম
- মান্দি
328. কারা মাটির ঘরে বাস করে?
- বৌদ্ধরা
- গারোরা
- সাঁওতালরা
- রাখাইনরা
329. কয়েকটি মৌজা মিলে কী গঠিত হয়?
- আদাম
- পাড়া
- চাকমা সার্কেল
- মৌজা
330. চাকমারা যে জেলায় বাস করে তা হলো-
- রাঙ্গামাটি
- খাগড়াছড়ি
- যশোর
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-11 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 33"