জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-11 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 27
261. ‘কিয়াং’ বলতে বোঝায়-
- বৌদ্ধ প্রাসাদ
- বৌদ্ধ নারীরা
- বৌদ্ধ ভিক্ষুরা
- বৌদ্ধ বৃদ্ধরা
262. নৃ-তাত্ত্বিক বিচারে চাকমারা কোন জনেগোষ্ঠীর লোক?
- দ্রাবিড়
- আর্য
- অনার্য
- মঙ্গোলিয়
263. সাঁওতালরা কোন জনগোষ্ঠীভুক্ত লোক?
- মঙ্গোলীয়
- অস্ট্রালয়েড
- ককেশীয়
- উপরের একটিও না
264. বার্ষিক পরীক্ষা শেষে সুমাইয়া বাবা-মায়ের সঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়েছে। এখানে বেড়াতে বের হয়ে সে দেখতে পেল এক বিশেষ জনগআষ্ঠীর মানুষ মাচা পেতে ঘর তৈরি করে বাস করছে। তাদের মুখের আকৃতি গোল, দেহের রং ফরসা।
- চাকমা
- মারকা
- সাঁওতাল
- রাখাইন
265. সুমাইয়ার দেখা জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য হচ্ছে-
- পরিবারের প্রধান হলেন বাবা
- প্রধান জীবিকা কৃষি
- ঘরবাড়ি বাঁশ ও ছনের তৈরি
266. চাকমাদের বৌদ্ধ মন্দিরকে কী বলে?
- সিমবাহান
- কিয়াং
- কাইরক
- গির্জা
267. চাকমারা কোন খেলা খেলতে ভালোবাসে?
- ক্রিকেট
- ফুটবল
- ঘিলাখারা
- তাস
268. চাকমা পরিবারের প্রধান কে?
- মা
- ভাই
- বোন
- পিতা
269. ‘ঘিলাখারা’ খেলা কারা খেলতে ভালোবাসে?
- রাখাইনরা
- চাকমারা
- গারোরা
- মারমারা
270. ‘মিউয়া’ কাদের জনপ্রিয় খাবার?
- চাকমাদের
- হাজংদের
- গারোদের
- সাঁওতালদের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-11 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 27"