জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-11 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 24
231. খাসিয়া ও মণিপুরিরা কোথায় বাস করে?
- সিলেটে
- চট্টগ্রামে
- ময়মনসিংহে
- ময়নামতিতে
232. সাঁওতালরা কোন জনগোষ্ঠীভুক্ত লোক?
- মঙ্গোলীয়
- অস্ট্রালয়েড
- ককেশীয়
- উপরের একটিও না
233. কোন ভাষার নিজস্ব বর্ণমালা নেই?
- আচিক খুসিক
- বাংলা
- হিন্দি
- উর্দু
234. চাকমারা খেলতে ভালোবাসে এমন খেলা কোনটি?
- ফুটবল
- ক্রিকেট
- এক্কাদোক্কা
- হা-ডু-ডু
235. সাঁওতাল বিবাহে অনুষ্ঠিত ‘দোন ও ঝিকা’ কী?
- গান
- নাচ
- গল্প
- ছড়া
236. সাঁওতালদের প্রধান জীবিকা কী?
- কৃষি
- ব্যবসা
- চাকরি
- পোশাক তৈরি
237. সাঁওদালদের দেহের রং কেমন?
- কালো
- ফর্সা
- সামান্য কালো
- সামান্য ফর্সা
238. গারো, হাজং ও কোচ কোথায় বসবাস করে?
- সিলেটে
- চট্টগ্রামে
- কুমিল্লায়
- ময়মনসিংহে
239. কক্সবাজার, পটুয়াখালি ও বরগুণা জেলায় বাস করে কোন জনগোষ্ঠীর মানুষ?
- চাকমা
- রাখাইন
- খাসিয়া
- মণিপুরি
240. কতকগুলো আদাম মিলে চাকমাদের কোনটি গঠিত হয়?
- ইজারা
- মৌজা
- গ্রাম
- বড় আদাম
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-11 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 24"