জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-10 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 16
151. মাদকাসক্তি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে-
- ধর্মীয় শিক্ষায় গুরুত্ব দেওয়া
- নৈতিক মূল্যবোধ শেখানো
- মাদকজাতীয় দ্রব্যের উৎপাদন নিষিদ্ধ করা
A,B,C
152. ভিন্ন দেশের সংস্কৃতির প্রভাবে বাংলাদেশের যুব সমাজ কীভাবে মাদকে আকৃষ্ট হয়?
- কৌতূহলী হয়ে
- বিভ্রান্ত হয়ে
- বিভ্রান্ত ও পথভ্রষ্ট হয়ে
- পথভ্রষ্ট হয়ে
153. সুস্থ ও গঠনমূলক চিত্তবিনোদনের ব্যবস্থা করে শিশু-কিশোরদের আকৃষ্ট করতে হবে কেন?
- মাদক গ্রহণে উৎসাহিত না হওয়ার জন্য
- নৈতিকতার শিক্ষা লাভ করার জন্য
- লেখাপড়ায় অধিক মনোযোগী করার জন্য
- মা-বাবার প্রতি ভক্তি অর্জন করার জন্য
154. মাদকাসক্তির হাত থেকে সমাজ ও সমাজের মানুষের রক্ষার জন্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে-
- মাদক সহজপ্রাপ্যতা
- নিয়ন্ত্রণমূলক
- প্রতিরোধমূলক
B,C
155. মাদকদ্রব্য সংক্রান্ত বিষয় নিয়ে বাঞ্ছনীয় স্লোগান কোনটি?
- মাদককে হ্যাঁ বলুন
- মাদককে গ্রহণ কর
- মাদককে না বলুন
- মাদককে উৎসাহিত কর
156. বস্তির শিশু-কিশোররা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে-
- শারীরিক ত্রুটির কারণে
- সঙ্গদোষের কারণে
- অভাবের কারণে
B,C
157. মাদক সেবনকারী ব্যক্তির মানসিক স্বাস্থ্য কেমন হয়ে থাকে?
- তেজবল
- সবল
- প্রবল
- দুর্বল
158. বাংলাদেশের কোন সমস্যাটি উদ্বেগের বিষয়?
- স্কুল পালানো
- পরীক্ষায় নকল
- বোমাবাজি
- কিশোর অপরাধ
159. রাজু তার দাদুর পকেট থেকে প্রায়ই সিগারেট চুরি করে। এর ফলে তার কোন অভ্যাস গড়ে ওঠে?
- ধূমপানের
- চুরির
- পকেট মারার
- মাদাকাসক্তির
160. ধূমপান বলতে কী বোঝায়?
- ধোঁয়া জাতীয় দ্রব্য সেবন
- তরল দ্রব্য সেবন
- কঠিন জাতীয় দ্রব্য সেবন
- ধূমমিশ্রিত দ্রব্য সেবন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-10 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 16"