জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 155
1541. নারীরা বর্তমানে বেশি সংখ্যায় অংশ নিচ্ছে-
- পোশাক শিল্পে
- কুটির শিল্পে
- কারু শিল্পে
A,B,C
1542. ছেলে হোক মেয়ে হোক ক’টি সন্তান যথেষ্ট?
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
1543. জনসংখ্যা নীতিতে কতটি সুস্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে?
- ৫টি
- ৭টি
- ৯টি
- ৮টি
1544. মেয়েদের অল্প বয়সে বিয়ে হয় এমন দেশ কোনটি?
- আমেরিকা
- ইংল্যান্ড
- বাংলাদেশ
- কানাডা
1545. সরকার কত সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ?
- ২০১২ সাল
- ২০১৫ সাল
- ২০২০ সাল
- ২০২১ সাল
1546. সাধারণভাবে জনসংখ্যানিতি বলা হয় কাকে?
- জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ের পরিকল্পনাকে
- জনসংখ্যা বিষয়ে স্থানীয় পর্যায়ের পরিকল্পনাকে
- জনসংখ্যা বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের পরিকল্পনাকে
- জনসংখ্যা বিষয়ে বিভাগীয় পর্যায়ের পরিকল্পনাকে
1547. বেসরকারি সংস্থাগুলো কোন পদ্ধতি গ্রহণে জনগণকে উদ্বগ্ধ করার জন্যে কাজ করছে?
- পরিবার পরিকল্পনা
- জনসংখ্যা নিয়ন্ত্রণ
- টিকাদান
- শিশু মৃত্যু হ্রাস
1548. বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার-
- অনেকটা কমেছে
- কিছুটা কমেছে
- মোটেও কমেনি
- বৃদ্ধি পেয়েছে
1549. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
- ৮৯৩ জন
- ৮৯৭ জন
- ৯৫০ জন
- ১০১৫ জন
1550. রফিকের বয়স ২০ বছর, কিন্তু সে নিরক্ষর। সাক্ষর জ্ঞান লাভের জন্যে যে কোন কার্যক্রমের সাহায্য নিতে পারে?
- গণশিক্ষা
- প্রাথমিক শিক্ষা
- বহুমুখী শিক্ষা
- কারিগরি শিক্ষা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 155"