জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 153
1521. রেশার দেশে জনসংখ্যা নীতির কার্যকর প্রয়োগ হলে-
- নারীর অপুষ্টির হার হ্রাস পেত
- জীবনমান উন্নয়ন হতো
- প্রজনন স্বাস্থ্যসেবার উন্নয়ন হতো
A,B,C
1522. নারীশিক্ষার প্রসারের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপটি হলো-
- ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উপবৃত্তি
- প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে বই প্রদান
- উচ্চমাধ্যমিক পর্যায়ে বৃত্তি প্রদান
A,B,C
1523. বাংলাদেশের জনসংখ্যানীতির উদ্দেশ্য হলো প্রজনন স্বাস্থসেবার ব্যবস্থা করা-
- দরিদ্র জনগোষ্ঠীর
- বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের
- সর্বস্তরের মানুষের
A,B
1524. জনসংখ্যা নীতি বলতে কী বোঝায়?
- জনসংখ্যা উন্নয়নে গৃহীত পরিকল্পনা
- পরিবার পরিকল্পনা গ্রহণ
- পরিবার পরিকল্পনায় সরকারি হস্তক্ষেপে
- পরিবার পরিকল্পনায় বেসরকারি উদ্যোগ
1525. পরস্পর সম্পর্কিত ধারণা কোনটি?
- জনসংখ্যা ও জনসম্পদ
- জনসংখ্যা বাংলাদেশ
- জনসংখ্যা ও বহির্বিশ্ব
- রাস্তাঘাট ও জনসম্পদ
1526. আমাদের দেশে মেয়েদের বিবাহের গড় বয়স বৃদ্ধি পেলেও কত বছরের নিচে রয়েছে?
- 18
- 19
- 20
- 21
1527. রহিমা গ্রামের দরিদ্র পরিবারের বধু। সে অন্ত:সত্ত্বা হয়েছে। চিকিৎসার জন্যে সে যাবে-
- স্বাস্থসেবা কেন্দ্রে
- থানা স্বাস্থ্যসেবা কেন্দ্রে
- ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে
B,C
1528. সরকার নাগরিকদের কোন ধরনের সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে?
- স্বাস্থ্যসেবা
- চিকিৎসাসেবা
- প্রযুক্তিগত সেবা
- পুষ্টিবিষয়ক সেবা
1529. কোনটি সচেতনতামূলক কার্যক্রম?
- নিউজলেটার
- নাটক
- সিনেমা
- শর্ট ফিল্ম
1530. এদেশে বিগত বছরগুলোর তুলনায় শিশু ও মাতৃমৃত্যু হার কমে এসছে কেন?
- পুষ্টিকর খাদ্যের দাম কমায়
- শিক্ষার হার বাড়ায়
- চিকিৎসা পদ্ধতি উন্নত হওয়ায়
- সচেতনতা বৃদ্ধি পাওয়ায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 153"