জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 147
1463. বেসরকারি সংস্থাগুলোর বিশেষজ্ঞরা মা ও শিশুর স্বাস্থ্য সেবা, টিকাদান ও পরিবার পদ্ধতি সম্পর্কে জনগণকে প্রশিক্ষিত করছে। এটি তাদের কোন ধরনের কার্যক্রম?
- সচেতনতা কার্যক্রম
- প্রশিক্ষণ কার্যক্রম
- টিকাদান কার্যক্রম
- পুষ্টি বিষয়ক কার্যক্রম
1464. আমেরিকার তথ্যপ্রযুক্তি খাত কত ভাগ ভারতীয় দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল?
- ২০ ভাগ
- ২৩ ভাগ
- ২৭ ভাগ
- ৩০ ভাগ
1465. বেসরকারি সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্র হলো-
- জনসংখ্যা কার্যক্রম
- পরিবার পরিকল্পনা কার্যক্রম
- জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রম
- শিশু উন্নয়ন কার্যক্রম
1466. বর্তমান বিশ্বে সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি?
- জ্বালানি শক্তি
- জনশক্তি
- দৈবশক্তি
- পারমাণবিক শক্তি
1467. বাংলাদেশে জনসংখ্যার হার কমিয়ে আনার ক্ষেত্রে জনসংখ্যা নীতিকে কী নির্ধারণ করা হয়েছে?
- খাদ্যাভাস নিয়ন্ত্রণ
- বিবাহ প্রথা উচ্ছেদ
- সুস্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য
- অস্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য
1468. দেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে-
- উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করলে
- কারিগরি শিক্ষার ব্যবস্থা করলে
- অধিক সদস্যের গঠনের মাধ্যমে
A,B
1469. গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠীকে কোনটি গ্রহণে উৎসাহ দেওয়া হয়?
- প্রশিক্ষণ কার্যক্রম
- সচেতনতা কার্যক্রম
- পরিবার পরিকল্পনা পদ্ধতি
- ইনজেকশন ও পুষ্টি শিক্ষা
1470. অদক্ষ জনশক্তি বলতে যেটি বোঝায়-
- কিশোর বয়সী জনশক্তি
- যুবক বয়সের জনশক্তি
- প্রশিক্ষণবিহীন জনশক্তি
- কর্মহীন জনশক্তি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 147"