জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-8 – জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 146
1451. বিশ্বের কোন দেশগুলো অধিক হারে জীবাশ্ব জ্বালানী ব্যবহার করে পরিবেশ নষ্ট করছে?
- অনুন্নত
- উন্নত
- দরিদ্র
- উন্নয়নশীল
1452. বন কেটে বাড়িঘর নির্মাণ করার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে-
- মনোরম আবাসস্থল
- জনবায়ুর ওপর বিরূপ প্রভাব পড়ছে
- মরুকরণের ঝুঁকি বাড়ছে
A,B,C
1453. কৃষিতে ব্যবহৃত কীটনাশক উপাদান বায়ুমন্ডলেরর কোন স্তরকে ক্ষতি করেছে?
- মেসোস্ফিয়ার
- ওজোন স্তর
- ট্রপোস্ফিয়ার
- স্ট্রাটোস্ফিয়ার
1454. গ্রিনহাউস গ্যাসের মধ্যে কোনটি মানুষের সৃষ্টি?
- মিথেন
- নাইট্রাস
- নাইট্রোজেন
- হ্যালন
1455. মানব সৃষ্ট দুর্যোগ যেটি করে-
- জীবনযাত্রা বিপর্যস্ত
- সমাজের পরিবর্তন
- পরিবেশের ভারসাম্য বিনষ্ট
A,C
1456. দুর্ঘটনাজনিত অগ্নিকান্ড সাধারণত যেখানে ঘটতে পারে-
- শিল্পকারখানা
- দোকানপাট
- বাণিজ্যিক প্রতিষ্ঠান
A,B,C
1457. গ্রিন হাউস গ্যাস সূর্যের তাপ শোষণ করার ফলে কিসের তাপমাত্রা বাড়ছে?
- গ্রহের
- উপগ্রহের
- পৃথিবীর
- চাঁদের
1458. মনুষ্য সৃষ্ট গ্যাস কোনটি?
- অক্সিজেন
- মিথেন
- সিএফসি
- কার্বন
1459. জাপানের উত্তর-পূর্ব এলাকায় কত সালে ভয়াবহ সুনামি সংঘটিত হয়?
- ২০০৭ সালে
- ২০০৯ সালে
- ২০১০ সালে
- ২০১১ সালে
1460. এরোসল থেকে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় জেনে ফয়সাল এরাসল ব্যবহার বন্ধ করে দিয়েছে। সে তার বন্ধু মুকুলকে এটি অবহিত করলে মুকুল তার রুমে এয়ারকন্ডিশনারে পরিবর্তে সাধারণ ফ্যানের সংযোজন করে এবং অন্যদেরকে উৎসাহিত করে।
- নিত্য প্রয়েঅজনীয়
- মৌলিক প্রয়োজনীয়
- বিলাসদ্রব্য
- সস্তা দ্রব্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-8 - জেএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 146"